সৃষ্টি সাহিত্য যাপনবেহায়া আমিপারমিতা সাহা১৭/৭/২০২৩
আমি খুব বেহায়াযখন কেউ আমায় এড়িয়ে যায়আমি পথ আগলে তার কুশল জানতে চাই।আমি না খুবই বেহায়াযখন কেউ কথা বলতে চায় নাতখন সেধে গিয়ে তার সাথে আলাপ জমাই ।
আমি খুব বেহায়াকেউ যখন আমায়…
সৃষ্টি সাহিত্য যাপন
বেহায়া আমি
পারমিতা সাহা
১৭/৭/২০২৩
আমি খুব বেহায়া
যখন কেউ আমায় এড়িয়ে যায়
আমি পথ আগলে তার কুশল জানতে চাই।
আমি না খুবই বেহায়া
যখন কেউ কথা বলতে চায় না
তখন সেধে গিয়ে তার সাথে আলাপ জমাই ।
আমি খুব বেহায়া
কেউ যখন আমায় নিয়ে হাসাহাসি করে
আমি বুঝেও না বোঝার ভান করি ।
আমি খুব খুব বেহায়া
কেউ যখন ক্রমাগত আমার অমঙ্গল চায়
আমি হাসিমুখে তার মঙ্গল কামনা করি ।
আমি খুব বেহায়া
যখন কেউ আমায় হিংসে করে
আমি মন থেকে তার উন্নতি চাই ।
আমি কি সত্যিই খুব বেহায়া?
নাহলে আঘাতে আঘাতে যখন কেউ ক্ষত বিক্ষত করে
কি করে নির্লিপ্ত ভাবে তার ক্ষতে মলম লাগাই ?