Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আইসিআইসিআই প্রুডেনশিয়াল লাইফ ইনশিওরেন্স লঞ্চ করল ‘আইসিআইসিআই প্রু প্রোটেক্ট এন গেইন’

দেবাঞ্জন দাস; ২৬ জুলাই: আইসিআইসিআই প্রুডেনশিয়াল লাইফ ইনশিওরেন্স লঞ্চ করলো আইসিআইসিআই প্রু প্রোটেক্ট এন গেইন। এটি একটি অনন্য প্রোডাক্ট যা দেয় সার্বিক জীবন বিমা কভার, দুর্ঘটনায় আকস্মিক মৃত্যু ও স্থায়ী পঙ্গুত্বের জন্য কভার এবং বাজার…



দেবাঞ্জন দাস; ২৬ জুলাই: আইসিআইসিআই প্রুডেনশিয়াল লাইফ ইনশিওরেন্স লঞ্চ করলো আইসিআইসিআই প্রু প্রোটেক্ট এন গেইন। এটি একটি অনন্য প্রোডাক্ট যা দেয় সার্বিক জীবন বিমা কভার, দুর্ঘটনায় আকস্মিক মৃত্যু ও স্থায়ী পঙ্গুত্বের জন্য কভার এবং বাজারের সঙ্গে যুক্ত রিটার্ন যাতে দীর্ঘমেয়াদি সম্পদ সৃষ্টি করা যায় এবং আর্থিক লক্ষ্যগুলো পূরণ করা যায়।


এই প্রোডাক্ট বার্ষিক প্রিমিয়ামের ১০০ গুণ পর্যন্ত জীবন বিমা কভার দেয় এবং ক্রেতাদের সর্বোচ্চ রিটার্ন পাওয়ার জন্য ইকুইটি আর ডেট মিলিয়ে ১৮টা ফান্ডের মধ্যে থেকে লগ্নি করার জন্য বেছে নেওয়ার সুযোগ দেয়। এটা ক্রেতাদের সুরক্ষা ও দীর্ঘমেয়াদি সঞ্চয়ের মাধ্যমে নিজেদের আর্থিক লক্ষ্যগুলো পূরণ করার জন্য এক যথাযথ মিশ্রণ জোগায়। এটি নিশ্চিত করা হয় পলিসির মেয়াদের মধ্যে পলিসিহোল্ডারের পুরো পরিবারকে আর্থিক সুরক্ষা দিয়ে এবং হোল্ডার প্রিমিয়াম দেওয়া শেষ হওয়া পর্যন্ত বেঁচে থাকলে উল্লেখযোগ্য পরিমাণ থোক টাকা দিয়ে।

এছাড়া কোম্পানি পলিসি কেনার প্রক্রিয়া সহজ করে দিয়েছে, যার ফলে ঘোষিত আয়ের উপর ভিত্তি করে পলিসি ইস্যু করা যাবে। নির্দিষ্টভাবে বললে, ৪৫ বছরের নিচে যে ক্রেতাদের বয়স তাঁদের মেডিকাল পরীক্ষার সম্মুখীন হতে হবে না ।


যদি পলিসিহোল্ডার কোনো দুর্ঘটনায় মারা যান অথবা স্থায়ীভাবে পঙ্গু হয়ে যান, তাহলে লাইফ কভার অথবা ক্লেমের টাকা বেনিফিশিয়ারি/নমিনিকে দেওয়া হবে থোক টাকা হিসাবে যাতে তাঁর পরিবারকে আর্থিক সংকট থেকে বাঁচানো নিশ্চিত হয়।


অমিত পাল্টা, চিফ ডিস্ট্রিবিউশন অফিসার, আইসিআইসিআই প্রুডেনশিয়াল লাইফ ইনশিওরেন্স বললেন “আমরা আইসিআইসিআই প্রু প্রোটেক্ট এন গেইন লঞ্চ করতে পেরে অত্যন্ত আনন্দিত। এ এক অনন্য প্রোডাক্ট যা ক্রেতাদের বার্ষিক প্রিমিয়ামের ১০০ গুণ পর্যন্ত লাইফ কভার দেয়। ফলে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলেও ক্রেতাদের আর্থিক সঞ্চয়ের লক্ষ্যপূরণে বাধা থাকে না। তাছাড়া এই প্রোডাক্ট প্রিমিয়ামের উপর লগ্নি করা বাজারের সঙ্গে যুক্ত যে রিটার্নগুলো দেয়, সেগুলো পলিসির মেয়াদ শেষ হলে একটা বড় অঙ্কের থোক টাকা দিতে পারে।”সন্তানের ভবিষ্যৎ শিক্ষা অথবা অবসরজীবনের জন্য সঞ্চয়ের মত নির্দিষ্ট আর্থিক লক্ষ্যগুলোর সঙ্গে কোনোরকম সমঝোতা করা চলে না এবং এগুলোর জন্য দীর্ঘমেয়াদি লগ্নি করতে হয়। সঙ্গে বাজারের চলতি অবস্থা অনুযায়ী ইকুইটি ও ডেটভিত্তিক লগ্নি বেছে নেওয়ার নমনীয়তা থাকতে হয়। আমাদের বিশ্বাস এই প্রোডাক্ট সুরক্ষা ও সম্পদ সৃষ্টির জোড়া সুবিধা দেওয়ায় ক্রেতাদের মৌলিক প্রয়োজনগুলো মেটাতে পারবে, অর্থাৎ সুরক্ষা এবং দীর্ঘমেয়াদি সঞ্চয়।

‘কাস্টমার ফার্স্ট’ ব্র্যান্ড হিসাবে আমরা পলিসি কেনার প্রক্রিয়াটাকে সহজ করে দিয়েছি যাতে ক্রেতারা এক মসৃণ ও দ্রুত ক্রয়ের অভিজ্ঞতা পান। আমরা প্রযুক্তিকে কাজে লাগিয়ে সমস্ত খাঁটি মৃত্যু সংক্রান্ত ক্লেমগুলোর দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করা এবং বেনিফিশিয়ারিরা যাতে ক্লেম বাবদ টাকা যতদূর সম্ভব তাড়াতাড়ি পান তার ব্যবস্থাও করেছি। ২০২৩ আর্থিক বর্ষের জন্য আমাদের খাঁটি মৃত্যু সংক্রান্ত ক্লেমের নিষ্পত্তি করার গড় সময় ছিল সমস্ত কাগজপত্র পাওয়ার পর থেকে ১.২ দিন। আমরা বিশ্বাস করি, যে কোনো আয়সম্পন্ন ব্যক্তি, যাঁর উপরে কিছু মানুষ নির্ভরশীল, তাঁদের সকলেরই যথেষ্ট পরিমাণ জীবন বিমা কভার থাকা উচিত। আইসিআইসিআই প্রু প্রোটেক্ট এন গেইন সমাজের সমস্ত অংশের ব্যক্তিদের আর্থিক ক্ষমতায়নের দিকে একটা পদক্ষেপ। ক্রেতাদের সুরক্ষা ও দীর্ঘমেয়াদি সঞ্চয়ের প্রয়োজন সংবেদনশীলভাবে মেটায় এমন একটা টেকসই প্রতিষ্ঠান গড়ে তোলার যে স্বপ্ন আমাদের রয়েছে, এই পলিসি তার সঙ্গে সঙ্গতিপূর্ণ।”