নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর..... মেদিনীপুর শহরের অন্যতম ব্যস্ত এলাকা বটতলা চকে রয়েছে স্বামী বিবেকানন্দের পূর্ণাবয়ব মূর্তি। মঙ্গলবার ছিল স্বামীজীর ১২২ তম প্রয়াণ দিবস। কিন্তু বিকেল পর্যন্ত কেউই এই মূর্তিতে মাল্যদান বা পুষ্পার্ঘ…
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর..... মেদিনীপুর শহরের অন্যতম ব্যস্ত এলাকা বটতলা চকে রয়েছে স্বামী বিবেকানন্দের পূর্ণাবয়ব মূর্তি। মঙ্গলবার ছিল স্বামীজীর ১২২ তম প্রয়াণ দিবস। কিন্তু বিকেল পর্যন্ত কেউই এই মূর্তিতে মাল্যদান বা পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেননি। বিকেলে ওই পথ দিয়ে পেরোনোর সময় বিষয়টি নজরে আসে চুয়াডাঙ্গা হাইস্কুলের শিক্ষক সুদীপ কুমার খাঁড়া'র। তিনি ডেকে নেন এলাহিয়া হাই মাদ্রাসা'র শিক্ষক নরসিংহ দাস, গোদাপিয়াশাল এম জি এম হাই স্কুলের শিক্ষক মণিকাঞ্চন রায় ও সরিষা কুনার পুর হাই স্কুলের শিক্ষক সন্তোষ ভকত কে। সন্ধ্যার মুখে বিবেকানন্দের মূর্তিটিকে জল দিয়ে ধুয়ে দেন এবং মূর্তির গলায় মাল্যদান ও পদতলে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এই চার শিক্ষক। তাঁরা জানান- শহরবাসীর পক্ষে মূর্তিতে মাল্যদান করে প্রয়াণ দিবসে স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানালেন তাঁরা।