Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নারী স্বশক্তিকরণের উদ্দেশ্যে আইনি সচেতনতা শিবির

নিজস্ব সংবাদদাতা,শালবনী,পশ্চিম মেদিনীপুর......জেলা আইনি পরিষেবা কেন্দ্রের উদ্যোগে আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের  ৮ নম্বর গড়মাল অঞ্চলে । এদিনের শিবিরে উপস্থিত ছিলেন আইনি পরিষেবা কেন্দ্রের সচি…



নিজস্ব সংবাদদাতা,শালবনী,পশ্চিম মেদিনীপুর......জেলা আইনি পরিষেবা কেন্দ্রের উদ্যোগে আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের  ৮ নম্বর গড়মাল অঞ্চলে । এদিনের শিবিরে উপস্থিত ছিলেন আইনি পরিষেবা কেন্দ্রের সচিব  আইনজীবী দিব্যেন্দু নাথ,পরিষেবা কেন্দ্রের আধিকারিক আইনজীবী বৃন্দ , শালবনী থানার ওসি, পিড়াকাটা পুলিশ পোস্টের আইসি, অঞ্চলের অঞ্চল প্রধান সহ অন্যান্য আধিকারিকবৃন্দ। এলাকার সমস্ত কর্মরত মহিলা সহ মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠের কন্যাশ্রী ক্লাবের কুড়ি জন ছাত্রী এই সভায় উপস্থিত ছিলেন। মানব পাচার, বাল্যবিবাহ, কন্যা ভ্রুণ হত্যা, পারিবারিক সমস্যা, শারীরিক ও মানসিক নির্যাতন ইত্যাদি সমস্যার নিরসনে কী কী আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে সেই বিষয়ে বিশদ আলোচনা করেন উপস্থিত বিশিষ্ট আইনজীবীগণ। অ্যান্ড্রয়েড মোবাইলের  ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ কিভাবে এই সমস্যা উত্তরোত্তর বাড়িয়ে যাচ্ছে, সেইসব জীবন্ত দৃষ্টান্ত তুলে ধরেন উপস্থিত আলোচকবৃন্দ। এই সকল সমস্যার সমাধানে কন্যাশ্রী ক্লাবের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও আলোচিত হয়।


 এরকম সময়োপযোগী এবং গুরুত্বপূর্ণ আলোচনা জ্বলন্ত সমস্যা সমাধানে সহায়ক হবে বলে জানান আলোচনা সভায় উপস্থিত মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠের  প্রধান শিক্ষক ড. প্রসূনকুমার পড়িয়া।

আলোচনা সভায় ছাত্রীসহ  কর্মরত মহিলাদের আলোচনায় অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।