নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর.... মণিপুরে ঘটা বর্বরোচিত নারীনির্যাতন, জাতি দাঙ্গা, হিংসা, হানাহানির প্রতিবাদে ও সরকারের নিষ্কিয়তার বিরুদ্ধে এবং পশ্চিমবঙ্গের মালদায় ঘটা বর্বরোচিত নারী নিগ্রহের ঘটনার প্রতিবাদে পথে নেমে সোচ্চার হলো ন…
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর.... মণিপুরে ঘটা বর্বরোচিত নারীনির্যাতন, জাতি দাঙ্গা, হিংসা, হানাহানির প্রতিবাদে ও সরকারের নিষ্কিয়তার বিরুদ্ধে এবং পশ্চিমবঙ্গের মালদায় ঘটা বর্বরোচিত নারী নিগ্রহের ঘটনার প্রতিবাদে পথে নেমে সোচ্চার হলো নিখিল বঙ্গ শিক্ষক সমিতি(এবিটিএ)। উল্লিখিত ইস্যুগুলিকে সামনে রেখে এবিটিএ মেদিনীপুর সদর মহকুমা শাখার উদ্যোগে মেদিনীপুর শহরের রবীন্দ্র নগরে অবস্থিত সংগঠনের জেলা দপ্তর গোলোকপতি ভবন থেকে একটি ধিক্কার মিছিল শুরু হয়ে বিদ্যাসাগর মোড়,গান্ধীমোড়, কলেজ রোড,গোলকুঁয়াচক ঘুরে পঞ্চুর চকে নেতাজি মূর্তির পাদদেশে শেষ হয়।
সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় ঝাঁঝালো বক্তব্য রাখেন সংগঠনের জেলা সম্পাদকমন্ডলীর সদস্য প্রভাস রঞ্জন ভট্টাচার্য। প্রতিবাদী কবিতা পাঠ করেন শিক্ষিকা অনিন্দিতা শাসমল। এদিনের মিছিলে নেতৃত্ব দেন সংগঠনের জেলা সম্পাদক জগন্নাথ খান,সদর মহকুমা সম্পাদক শ্যামল ঘোষ, মহাকুমা সভাপতি সুরেশ পড়িয়া প্রমুখ।
উল্লেখ্য মণিপুরের ঘটনা নিয়ে সর্বভারতীয় শিক্ষক সংগঠন এসটিএফআই (স্কুল টিচার্স ফেডারেশন অব ইন্ডিয়া) এর আহ্বানে দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। তারই অংশ হিসেবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এবিটিএ, এবিপিটিএ'র আহ্বানে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।