অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে ভোটের ফলাফলের পরপরই নির্দল প্রার্থীরা যোগ দিলো তৃণমূলে। জয়ী নির্দল প্রার্থীদের হাতে পতাকা ধরিয়ে দিয়ে তাদের বুকে টেনে নিলেন তৃণমূল জেলা সভাপতি সৌমেন কুমার মহাপাত্র।
দলের নির্দেশ অ…
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে ভোটের ফলাফলের পরপরই নির্দল প্রার্থীরা যোগ দিলো তৃণমূলে। জয়ী নির্দল প্রার্থীদের হাতে পতাকা ধরিয়ে দিয়ে তাদের বুকে টেনে নিলেন তৃণমূল জেলা সভাপতি সৌমেন কুমার মহাপাত্র।
দলের নির্দেশ অমান্য করে নির্দল প্রতীকে দাঁড়িয়েছিলেন যারা, তাদের দল থেকে সাসপেন্ড করেছিলো পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্ব। পাঁশকুড়া ব্লকের দুই নির্দল প্রার্থী সুভাষ দলুই এবং শেখ ফরিদুল ইসলাম ভোটে জিতেই ফিরলেন তৃণমূলে। একইসঙ্গে শেখ তৃণমূলের টিকিট না পেয়ে সিপিএমের প্রতীকে ভোটে দাঁড়িয়ে নির্বাচিত প্রার্থী সেক শাজাহান আলিও তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।
ভোট পর্ব মিটতে না মিটতেই দলের তমলুক সাংগঠনিক জেলার কার্যালয়ে দলের সভাপতি সৌমেন মহাপাত্রের হাত ধরে পুনরায় তৃণমূলে যোগদান করলেন।
যা নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে তরজা শুরু হয়েছে।