Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি নিকট দ্বিতীয় পর্বের মূল্যায়ন পিছিয়ে দেওয়ার দাবি

বাবলু বন্দোপাধ্যায়।     তমলুকবঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি নিকট দ্বিতীয় পর্বের মূল্যায়ন পিছিয়ে দেওয়া সহ সিলেবাস কমানো, পড়ানোর সময় বাড়ানোর মতো তিনটি গুরুত্বপূর্ণ দাবি জা…বাবলু বন্দোপাধ্যায়।     তমলুক

বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি নিকট দ্বিতীয় পর্বের মূল্যায়ন পিছিয়ে দেওয়া সহ সিলেবাস কমানো, পড়ানোর সময় বাড়ানোর মতো তিনটি গুরুত্বপূর্ণ দাবি জানান হয়েছে বলে জানান শুক্রবার তমলুকে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্যের সাধারণ সম্পাদক আনন্দ হান্ডা। তিনি জানান দীর্ঘ ৫২ দিন ছুটির পর ১৫ ই জুন স্কুল খুলেছে। এমনিতেই ছুটির জন্য দ্বিতীয় পর্বের পড়াশুনা দেড় মাস শুরু হয়েছে। এর উপর পর্ষদ আগামী ১১ থেকে ২৩ আগস্ট দ্বিতীয় পর্বের মূল্যায়ন গ্রহণের নির্দেশিকা জারি করেছে( ২৪.৩.২০২৩/৭১৫ ডাবলু বিবিপিই/২০২৩)। কার্যত দ্বিতীয় পর্বের সিলেবাস পড়ানোর জন্য চার মাসের সময়সীমা কমে মাত্র ৫৫ দিন ছিল। তার মধ্যে পঞ্চায়েত নির্বাচনের ও গণনার বেশিরভাগ শিক্ষকদের  স্কুলের বাইরে থাকতে হয়েছে। এত অল্প সময়ে সিলেবাস সম্পূর্ণ করার ব্যাপারে শিক্ষক সমাজ অতিশয় চিন্তিত। তিনি জানান শিক্ষক সংগঠনের গুলির সঙ্গে আলোচনার ভিত্তিতে মূল্যায়নের সময়সীমা পেছানো এবং সিলেবাস কমিয়ে দ্বিতীয় পর্ব সম্পূর্ণ করবার ব্যবস্থা গ্রহণ করতে হবে।