Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ভোট গণনার দিন ময়নার বাকচা গ্রাম পঞ্চায়েতে বোমা বিস্ফোরণে উড়ে গেল এক ব্যক্তির হাত। আশঙ্কাজনক অবস্থায় তাম্রলিপ্ত মেডিকেল কলেজে ভর্তি

ময়না: ময়নায় ভোট গণনার দিন বাকচা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোবরদান গ্রামে বাঁশ বাগানে বাঁশ কাটতে যায় এক ব্যক্তি। বোমার বিস্ফোরণে হাত উড়ে গেল এক ব্যক্তির। ওই ব্যক্তির নাম গুরুপদ ভূঁইয়া, ৬৪ বছর। ওই ব্যক্তির পরিবারের সূত্রে …



ময়না: ময়নায় ভোট গণনার দিন বাকচা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোবরদান গ্রামে বাঁশ বাগানে বাঁশ কাটতে যায় এক ব্যক্তি। বোমার বিস্ফোরণে হাত উড়ে গেল এক ব্যক্তির। ওই ব্যক্তির নাম গুরুপদ ভূঁইয়া, ৬৪ বছর। ওই ব্যক্তির পরিবারের সূত্রে জানা যায়, এ দুপুরে বাঁশ বাগানে বাঁশ কাটতে গিয়েই এই বিপত্তি। আগে থেকে বাঁশ বাগানে বোমা রাখা ছিল,বাঁশ কাটার সময় কোনভাবে ওই বোমার উপর বাস করলে বিস্ফোরণ ঘটে। তাতে গুরুতর আহত হয় ওই ব্যক্তি। ঐ ব্যক্তির বাম হাতে কব্জি সম্পূর্ণভাবে উড়ে যায়। এছাড়াও সারা শরীরে বোমার আঘাত। কপাল এবং মাথাতেও আঘাত লেগেছে। গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে চিকিৎসাধীন।