পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার ব্লকের শ্রীকৃষ্ণপুর হাই স্কুলে গণনা কেন্দ্র করা হয়েছে। সেই গণনা কেন্দ্রে গতকাল পঞ্চায়েত নির্বাচন শেষ হওয়ার পরে একে একে যখন ব্যালট বাক্স আসছিল। রাতের অন্ধকারে ব্যালট বাক্স চুরি হয়ে যায় বলে অভিয…
পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার ব্লকের শ্রীকৃষ্ণপুর হাই স্কুলে গণনা কেন্দ্র করা হয়েছে। সেই গণনা কেন্দ্রে গতকাল পঞ্চায়েত নির্বাচন শেষ হওয়ার পরে একে একে যখন ব্যালট বাক্স আসছিল। রাতের অন্ধকারে ব্যালট বাক্স চুরি হয়ে যায় বলে অভিযোগ।তারপর থেকেই শাসকবিরোধী দলগুলি বিক্ষোভ দেখাতে শুরু করে। রবিবার সকাল থেকেই শুরু হয় শ্রীকৃষ্ণপুর স্কুলের সামনে বিক্ষোভ। এমনকি টায়ার জ্বালিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয় হলদিয়া মেচেদা রাজ্য সড়কে। এই মুহূর্তে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে নন্দকুমার ব্লকের শ্রীকৃষ্ণপুর হাই স্কুলের সামনে।
পথ অবরোধ তুলতে বিশাল পুলিশ বাহিনী। বিশাল পুলিশ বাহিনী লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করলো এই মুহূর্তে নন্দকুমার ব্লকের শ্রীকৃষ্ণপুর এলাকার কার্যতরনক্ষেত্র।