নিজস্ব সংবাদদাতা, খড়্গপুর..... খড়্গপুর মহকুমার তিনটি স্কুলকে নিয়ে শুরু হলো সৌহার্দ্য কাপ ফুটবল প্রতিযোগিতা।খেলাড় হাইস্কুল মাঠে প্রথম দিনের খেলায় উদ্বোধনী ম্যাচে সমুখোমুখি হয়ে মকরামপুর হাইস্কুলের ছাত্ররা ২-১ গোলে বেনাপুর হ…
নিজস্ব সংবাদদাতা, খড়্গপুর..... খড়্গপুর মহকুমার তিনটি স্কুলকে নিয়ে শুরু হলো সৌহার্দ্য কাপ ফুটবল প্রতিযোগিতা।খেলাড় হাইস্কুল মাঠে প্রথম দিনের খেলায় উদ্বোধনী ম্যাচে সমুখোমুখি হয়ে মকরামপুর হাইস্কুলের ছাত্ররা ২-১ গোলে বেনাপুর হাইস্কুলকে পরাজিত করে। খেলায় ম্যান অব দি ম্যাচ হয় বেনাপুরের রোহিত ভঞ্জ।
প্রথম দিনের খেলায় অংশগ্রহণকারী তিনটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ ও অন্যান্য বিশিষ্ট জনেরা। উপস্থিত ছিলেন খেলাড় গজেন্দ্র হাইস্কুলের সভাপতি অমরেন্দ্র চক্রবর্তী, প্রধান শিক্ষক শংকর কুমার মন্ডল,মকরামপুর হাইস্কুলের প্রধান শিক্ষক উত্তম মোহান্তি, বেনীপুর হাইস্কুলের প্রধান শিক্ষক সুমন রায়,খেলাড় গ্রাম পঞ্চায়েতের সচিব দিলীপ কুমার বিশ্বাস সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।
এই প্রতিযোগিতার পরবর্তী খেলা মকরামপুর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হবে।