বাবলু বন্দোপাধ্যায়। কোলাঘাটবিজ্ঞান সাধনার বড় প্রাপ্তির লাভ ভারতবর্ষের বুকে। ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব ওই চাঁদের পাহাড় , চাঁদের দেশে প্রতিষ্ঠিত হলো ভারতীয় বিজ্ঞান চর্চার পদধ্বনি। এই সাফল্যকে সামনে রেখে স্কু…
বাবলু বন্দোপাধ্যায়। কোলাঘাট
বিজ্ঞান সাধনার বড় প্রাপ্তির লাভ ভারতবর্ষের বুকে। ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব ওই চাঁদের পাহাড় , চাঁদের দেশে প্রতিষ্ঠিত হলো ভারতীয় বিজ্ঞান চর্চার পদধ্বনি। এই সাফল্যকে সামনে রেখে স্কুলের ছাত্র-ছাত্রীদের বিজ্ঞানমনস্কতা তৈরি করার লক্ষ্য নিয়ে বৃহস্পতিবার কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্ট হাইস্কুলে বিজ্ঞানমনস্কতা তৈরি করার লক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দীর্ঘ ৪৩ দিন ধরে উৎকণ্ঠার মধ্য দিয়ে ইসরোর বিজ্ঞানীরা কিভাবে চাঁদ মামাকে ছুঁতে পারল তা অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ছাত্র-ছাত্রীদের দেখানোর ব্যবস্থা করা হয়। উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক তাপস রায় চৌধুরী, সহকারী প্রধান শিক্ষিকা মৌসুমী সেনগুপ্ত, কেটিপিপির ডিজিএম দীপক কুমার দাস, অতিথি শিক্ষক সুকুমার মাইতি, ঘনশ্যাম বর্মন, সহ স্কুলের অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা। স্কুলের প্রধান শিক্ষক জানান ভারতীয় বিজ্ঞান চর্চা ও গবেষণার জয় হল, বিজ্ঞান চর্চার আরো উন্নতি করার জন্য স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে এই অনুষ্ঠান।