বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাটপবিত্র রাখি বন্ধনের উৎসবকে সামনে রেখে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার বার্তা দিল পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া বিধানসভার ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা। বৃহস্পতিবার কোলাঘাট ব্লকের দেউলিয়া বাজারে …
বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাট
পবিত্র রাখি বন্ধনের উৎসবকে সামনে রেখে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার বার্তা দিল পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া বিধানসভার ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা। বৃহস্পতিবার কোলাঘাট ব্লকের দেউলিয়া বাজারে পথ চলতি মানুষ থেকে শুরু করে সাধারণ মানুষের হাতে রাখি পরিয়ে ভারত মাতার উদ্দেশ্যে বার্তা দিল আগামী দিনগুলিতে হানাহানি নয়, সাম্প্রদায়িক বিদ্বেষ নয়, ভারতবর্ষের মান মর্যাদা কে রক্ষা করার জন্য একে অপরকে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সভানেত্রী তাপসী মন্ডল, তমলুক সাংগঠনিক জেলার সম্পাদক দেবব্রত পট্টনায়ক, তমলুক সাংগঠনিক জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি শেখ সাদ্দাম হোসেন, নবকুমার ভক্তা, রাজিব জৈন, স্বপন বেরা সহ কোলাঘাট ব্লকের সদ্য পঞ্চায়েত নির্বাচনে জয়ী সদস্য সদস্যাবৃন্দ। একটি অংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগী প্রতিযোগিনীদের অঙ্কনে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার বেশ কয়েকটি চিত্র লক্ষ্য করা যায়।