Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মেডিকা গ্রুপ অফ হসপিটাল পূর্ব ভারতে ক্যান্সার চিকিৎসায় বিপ্লব আনল তাদের অত্যাধুনিক মেডিকা ক্যান্সার হসপিটালের মাধ্যমে

দেবাঞ্জন দাস; ৪ আগস্ট : মেডিকা গ্রুপ অফ হসপিটাল, তাদের চিকিৎসা পরিষেবায় একটি নতুন পালক আজকে যোগ করল কলকাতায় মেডিকা ক্যান্সার হসপিটাল উদ্বোধনের মাধ্যমে। ভার্চুয়াল মাধ্যমে মেডিকা অনকোলজির উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের মাননীয়া মু…



দেবাঞ্জন দাস; ৪ আগস্ট : মেডিকা গ্রুপ অফ হসপিটাল, তাদের চিকিৎসা পরিষেবায় একটি নতুন পালক আজকে যোগ করল কলকাতায় মেডিকা ক্যান্সার হসপিটাল উদ্বোধনের মাধ্যমে। ভার্চুয়াল মাধ্যমে মেডিকা অনকোলজির উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই উদ্বোধনের মাধ্যমে পূর্ব ভারতে ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে অনেকটা পথ এগোনো সম্ভব হল। এটি ছাড়াও এর ইউনিট রয়েছে শিলিগুড়ি এবং রাঁচিতে।মেডিকা এখন অঙ্গ প্রত্যঙ্গ নির্ভর ক্যান্সারের চিকিৎসা এক ছাতার তলায় আনতে সক্ষম হল। 


এই ঐতিহাসিক অনুষ্ঠানের সাক্ষী ছিলেন মাননীয় মেয়র ফিরহাদ হাকিম, মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রী, নগর উন্নয়ন এবং মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স দফতর, চন্দ্রিমা ভট্টাচার্য, মাননীয় মন্ত্রী স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতর, পশ্চিমবঙ্গ সরকার, ডঃ হরি কৃষ্ণ দ্বিবেদী, আইএএস, মুখ্য সচিব, পশ্চিমবঙ্গ সরকার, নারায়ণ স্বরূপ নিগম, প্রিন্সিপাল সেক্রেটারি, স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার এবং ডঃ পঙ্কজ চতুর্বেদী, ডেপুটি ডিরেক্টর, সিসিই, টাটা মেমোরিয়াল সেন্টার, মুম্বাই।এছাড়া এই ক্যান্সার ইউনিট উদ্বোধনের সময় ছিলেন আর ভেঙ্কটেশ, সিইও, শেয়ারেস ইন্ডিয়া হেলথকেয়ার ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড। 

এই সংস্থাটি একটি হেলথকেয়ার ইনভেস্টমেন্ট সিঙ্গাপুরের টেমাসেক হোল্ডিং এর, যা সিঙ্গাপুর সরকারের সোভারেন ফান্ড। শেয়ারেস ইন্ডিয়া হেলথকেয়ার মেডিকার অন্যতম একটি প্রধান স্টেকহোল্ডার। এছাড়াও তারা দেশের বিভিন্ন চিকিৎসা পরিষেবাকারী সংস্থায় লগ্নি করেছেন। এই অনুষ্ঠানে তাদের উপস্থিতি তুলে ধরে একটি খুবই ভালো দিক যে রাজ্যে ক্যান্সার কেয়ার ফেসিলিটি আরো উন্নত করার জন্য সকলেই সচেষ্ট। মেডিকার দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বে রয়েছেন ডঃ নন্দকুমার জয়রাম, চেয়ারম্যান, মেডিকা গ্রুপ অফ হসপিটাল, আর উদয়ন লাহিড়ী, ম্যানেজিং ডিরেক্টর, মেডিকা হসপিটাল এবং অয়নাভ দেবগুপ্ত, জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর, মেডিকা হসপিটাল, যারা প্রত্যেকেই আজকের উদ্বোধনে উপস্থিত ছিলেন।



 এছাড়া উপস্থিত ছিলেন ডঃ সৌরভ দত্ত, সিনিয়র কনসালটেন্ট এবং ডিরেক্টর, মেডিকা অনকোলজি এবং মেডিকা সুপার স্পেশালিটি ও মেডিকা অনকোলজির বিভিন্ন প্রথিতযশা ডাক্তাররা, যারা তাদের দক্ষতা ও দায়বদ্ধতার জন্য সুপরিচিত এবং ক্যান্সার ইউনিট তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। 

মেডিকা ক্যান্সার হসপিটাল, মেডিকা অনকোলজির একটি অঙ্গ, একটা অত্যাধুনিক নেটওয়ার্ক একাধিক ক্যান্সার কেয়ার ইউনিট নিয়ে, যার উপস্থিতি রয়েছে কলকাতা, শিলিগুড়ি এবং রাঁচিতে। এই অঞ্চলের অন্যতম সেরা হসপিটাল চেনে সেরা ক্যান্সার চিকিৎসা প্রদানের দিক থেকে মেডিকা ক্যান্সার হসপিটালে রয়েছে আধুনিক মেডিকেল, সার্জিক্যাল এবং রেডিয়েশন অনকোলজি প্রযুক্তি। এর অন্যতম প্রধান লক্ষ্য হল পূর্ব ভারতের মানুষদের সেরা ক্যান্সার চিকিৎসা পরিষেবা প্রদান করা এবং প্রয়োজনমত চিকিৎসা অঙ্গ প্রত্যঙ্গ নির্দিষ্ট ক্যান্সারের কেসগুলোতে। মেডিকা অনকোলজির ক্লিনিক্যাল টিমে রয়েছেন একাধিক অভিজ্ঞ এবং বিশেষজ্ঞ ডাক্তার, সার্জেন এবং রেডিয়েশন থেরাপিস্ট যারা খুব দক্ষতার সাথে অত্যাধুনিক বিভিন্ন ট্রিটমেন্ট থেরাপি যেমন ইমিউনোথেরাপি এবং বর্তমানে খুব জনপ্রিয় রোবোটিক সার্জারি সফলভাবে সম্পন্ন করতে সক্ষম। 


এই বিশেষ মুহূর্তে, ডঃ নন্দকুমার জয়রাম, চেয়ারম্যান, মেডিকা গ্রুপ অফ হসপিটাল, বলেন,"কলকাতায় মেডিকার ক্যান্সার হসপিটালের উদ্বোধনের মাধ্যমে আমরা পূর্ব ভারতে স্বাস্থ্য পরিষেবা প্রদানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছি। শিলিগুড়ি এবং রাঁচিতে আমাদের অনকোলজি ইউনিটের ভালো কাজের ট্র্যাক রেকর্ড আমাদের অনুপ্রেরণা দিয়েছে এই অঞ্চলের মানুষদের বিশ্বমানের চিকিৎসা পরিষেবা প্রদানের জন্য। সেরা চিকিৎসা প্রদানের মাধ্যমে আমরা ক্যান্সার রোগী এবং তাদের পরিবারের উপর বোঝা কমিয়ে দিতে চাই, যাতে অন্য কোথাও চিকিৎসার জন্য তাদের যেতে না হয়। একথা অনস্বীকার্য যে ক্যান্সারের বিরুদ্ধে কোন মানুষের জয় এবং পরবর্তীকালে ক্যান্সার মুক্ত জীবনে এগিয়ে যাওয়া আমাদের সকলের জন্য খুব স্বস্তিদায়ক। 


আর উদয়ন লাহিড়ী, ম্যানেজিং ডিরেক্টর, মেডিকা গ্রুপ অফ হসপিটাল, বলেন," মেডিকা ক্যান্সার হসপিটাল উদ্বোধনের জন্য আমরা আমাদের হৃদয় থেকে ধন্যবাদ জানাতে চাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এই হসপিটাল একটি কার্যকরী ক্যান্সার কেয়ার ফেসিলিটি হিসেবে কাজ করবে, যা পশ্চিমবঙ্গে আমাদের লক্ষ্য তথা মানুষকে উন্নতমানের চিকিৎসা পরিষেবা প্রদান করার সাথে রয়েছে। ২৫০ কোটি টাকার উপর লগ্নি হয়েছে এখানে যা প্রায় ১৫০০ মানুষের চাকরি জোগাবে। বর্তমানে আমাদের এখানে থাকছে ৫০০ টি বেডসহ সুপার স্পেশালিটি মেডিক্যাল ইনস্টিটিউশন, যেখানে অত্যাধুনিক ক্যান্সার চিকিৎসার সাথে সার্বিক চিকিৎসা ও ভালো থাকার উপকরণ থাকছে। আমাদের লক্ষ্য হল অত্যাধুনিক, সাধ্যের মধ্যে চিকিৎসা পরিষেবা প্রদান, যা পশ্চিমবঙ্গ সরকারের মূল ভাবনার সাথে একসূত্রে রয়েছে। সবাইকে আধুনিক, কার্যকরী এবং সাধ্যের মধ্যে চিকিৎসা পরিষেবা দেওয়া আমাদের মূল লক্ষ্য।এই হসপিটালের মাধ্যমে পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকায় ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে সেরা পরিষেবা দেওয়া সম্ভব হবে। এখানে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ থাকছে যেমন রেডিয়েশন থেরাপি, পেট সিটি এবং থেরাপিউটিক নিউক্লিয়ার মেডিসিন। এছাড়া আমাদের এখানে থাকতে চলেছে বাংলায় মেডিক্যাল, সার্জিক্যাল এবং রেডিয়েশন অনকোলজির সেরা পরিষেবা। আমরা দায়বদ্ধ আমাদের সমাজকে সুস্বাস্থ্য উপহার দিতে এবং হাজার হাজার মানুষকে আশা দেখতে।"


অয়নাভ দেবগুপ্ত, জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর, মেডিকা গ্রুপ অফ হসপিটাল, বলেন," মেডিকা গ্রুপ অফ হসপিটালে আমাদের যাত্রা ইঙ্গিত করে সমাজের ভালো তথা সকলের উন্নতির জন্য আমাদের দায়বদ্ধতা। ক্যান্সার চিকিৎসার জন্য আমরা বহু মানুষকে দক্ষিণ ভারত বা মুম্বাইতে যেতে দেখেছি। আজ থেকে তেরো বছর আগে স্বপ্ন দেখেছিলাম আর আজ মেডিকা ক্যান্সার হসপিটাল বাস্তব হল এবং আমাদের স্বপ্ন সত্যি হল। আমাদের তিরিশ জনের অনকোলজিস্ট এর টিম,যারা টাটা মেমোরিয়াল সেন্টার থেকে প্রশিক্ষণ পেয়েছেন এবং অভিজ্ঞ, তারা সাধারণ মানুষকে সেরা ক্যান্সার চিকিৎসা প্রদান করবেন এবং রোগীদের আর অন্য রাজ্যে ক্যান্সারের চিকিৎসা করার জন্য যেতে হবে না। বর্তমানে আমাদের হসপিটাল ক্যান্সার চিকিৎসায় একটি সেন্টার অফ এক্সেলেন্স হিসেবে পরিচিতি পেয়েছে। আমাদের এগোনোর প্রতিটি ধাপেই লক্ষ্য থাকে মানবিকতার সাথে চিকিৎসা সমাজের সব মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং তা সুনিশ্চিত করা।" 


ডঃ সৌরভ দত্ত, সিনিয়র কনসালটেন্ট এবং ডিরেক্টর, মেডিকা অনকোলজি, বলেন,"আমাদের সকলের জন্য আজকের দিকটি একটি ঐতিহাসিক দিন যেহেতু আজ আমাদের মেডিকা ক্যান্সার হসপিটালের উদঘাটন হতে চলেছে। আমাদের টিমে ভীষণ পারদর্শী সদস্য করা টাটা ক্যান্সার হসপিটাল থেকে এসেছেন। তারা দায়বদ্ধ মানুষকে মানবিকতার সাথে উচ্চমানের চিকিৎসা প্রদানের ক্ষেত্রে। এছাড়া আমাদের সাথে একসূত্রে কাজ করছে টাটা মেমোরিয়ালের ১৫ জন মেধাবী ছাত্র, পিজিআই চণ্ডীগড় এবং সিএমসি ভেলোরের নামজাদা অনকোলজি সার্জেনরা। আমাদের দীর্ঘ বিশ্বাস যে সামনের দিনে আমরা ক্যান্সার রোগীদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারব এবং অনেক আশা ও মনোবাঞ্ছা পূরণ করতে পারব মেডিকা ক্যান্সার হসপিটালে।"


আর ভেঙ্কটেশ, সিইও, শেয়ারেস ইন্ডিয়া হেলথকেয়ার ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড, বলেন," আমরা বিশ্বাস করি পূর্ব ভারতের স্বাস্থ্য পরিষেবার ভবিষ্যতের সম্ভাবনার দিকে আর তাই আমরা ভীষণ ভাবে দায়বদ্ধ মেডিকা গ্রুপ অফ হসপিটালের সাথে পার্টনারশিপে। আমাদের এই লগ্নির মাধ্যমে আমরা এই অঞ্চলের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে নতুন আঙ্গিক আনতে চাই, যেখানে সেরা চিকিৎসা পরিষেবা সকলের আয়ত্বের মধ্যে থাকবে। শেয়ারেস ইন্ডিয়া হেলথকেয়ার ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড দায়বদ্ধ পূর্ব ভারতের মানুষের জন্য একটি স্বাস্থ্য উজ্জ্বল ভবিষ্যতের জন্য যেখানে বিশ্ব মানের প্রযুক্তি এবং পারদর্শিতা কোমলতার সাথে রোগীর দেখভাল করবে। আমি কোম্পানির তরফ থেকে মেডিকার সবাইকে, ডাক্তারদের, টেকনিশিয়ানদের এবং কেয়ার গিভারদের ধন্যবাদ জানাতে চাই এক ঐতিহাসিক দিন।