বাবলু বন্দোপাধ্যায়। তমলুকশাসকদলের দেখানো পথেই বিজেপির কর্মী সমর্থকরা শহীদ মাতঙ্গিনী ব্লকের খারুই ২ নম্বর অঞ্চলে প্রধান উপপ্রধান তাদের কার্যভার বুঝে নিল বুধবার। সীমাহীন দুর্নীতি, মানুষের আশা-আকাঙ্ক্ষাকে বিসর্জন দেওয়া তৃণমূলে…
বাবলু বন্দোপাধ্যায়। তমলুক
শাসকদলের দেখানো পথেই বিজেপির কর্মী সমর্থকরা শহীদ মাতঙ্গিনী ব্লকের খারুই ২ নম্বর অঞ্চলে প্রধান উপপ্রধান তাদের কার্যভার বুঝে নিল বুধবার। সীমাহীন দুর্নীতি, মানুষের আশা-আকাঙ্ক্ষাকে বিসর্জন দেওয়া তৃণমূলের বিরুদ্ধে লড়াই চলবে বলে জানিয়ে দেন প্রধান উপপ্রধান সহ বিজেপির জেলা স্তরের নেতৃত্ব। এবারের খারুই ২ নম্বর অঞ্চলের প্রধানের পথ সামলাবেন জয়শ্রী গুছাইত, উপপ্রধানের দায়িত্ব নিয়েছেন মানিক দাস। পঞ্চায়েত গঠনকে সামনে রেখে দলীয় কর্মী সমর্থকদের উৎসাহ উদ্দীপনা কম ছিল না। ছিল হোম যজ্ঞের ব্যবস্থা, করা হয়েছিল কর্মী সমর্থকদের উৎসবে খামতি না থাকে তার জন্য বাদ্যযন্ত্রের ব্যবস্থা, সেই সঙ্গে গঙ্গাজল ছড়িয়ে শুদ্ধিকরণের ব্যবস্থা করা হয়েছিল। ভারতীয় জনতা পার্টির জেলা নেতৃত্ব বামদেব গুছাইত এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান দীর্ঘ ১০ বছর ধরে দুর্নীতির চরম শিখরে উঠেছিল তৃণমূল। মানুষ মুক্তি চেয়েছিল মুক্তি দিয়েছে ভারতীয় জনতা পার্টির হাতে ক্ষমতা দিয়ে। আগামী দিনগুলিতে দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গড়ে তোলার লক্ষ্য নিয়ে এগিয়ে চলার পথ শুরু হল। এই অঞ্চল ছাড়া শহীদ মাতঙ্গিনী ব্লকের কাখদা, রঘুনাথপুর ২, বল্লুক ১, গ্রাম পঞ্চায়েত বিজেপি দখল করেছে। বল্লুক ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে দুই দলের সমান সদস্য হয়ে যাওয়ায় টসের মাধ্যমে তৃণমূল পঞ্চায়েত দখল করে। আরো দুটি গ্রাম পঞ্চায়েত প্রধান উপপ্রধান নির্বাচন বাকি এর মধ্যে শান্তিপুর ২ 'নম্বর গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে আসছে বলে জানালেন তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র মাইতি।