হিরোশিমা নাগাসাকিকলমে,, মিঠু ভট্টাচাৰ্য🙏🙏🙏🙏🙏🙏সত্যজিতের আগুন্তুক এ সভ্যতার সংজ্ঞা পাই,বন্য মানুষ বর্বর, শহুরে মানুষ সভ্য যে ভাই।একটি আঙুলে বোতাম টিপে ধ্বংস করি শহর,এমনি বর্বর সভ্য আমরা উচ্চ মানুষ প্রবর।আঠাশে জুলাই নতি স্বীক…
হিরোশিমা নাগাসাকি
কলমে,, মিঠু ভট্টাচাৰ্য
🙏🙏🙏🙏🙏🙏
সত্যজিতের আগুন্তুক এ সভ্যতার সংজ্ঞা পাই,
বন্য মানুষ বর্বর, শহুরে মানুষ সভ্য যে ভাই।
একটি আঙুলে বোতাম টিপে ধ্বংস করি শহর,
এমনি বর্বর সভ্য আমরা উচ্চ মানুষ প্রবর।
আঠাশে জুলাই নতি স্বীকার করেনা দেশ জাপান,
৬ ই অগাস্ট হিরোশিমা হয় খান খান।
যুদ্ধ শর্ত মানতে তাদের হয়েছিল দেরি ,
হিরোশিমা নাগাসাকি হলো ধ্বংসের বেড়ি।
লিটল বয়, ফ্যাট ম্যান বিখ্যাত পরমাণু ভাই,
হিরোশিমা নাগাসাকি ধ্বংস হলো তাই।
জাপান নাকি বিশ্বযুদ্ধে করেছিল বিশ্বাসঘাত,
কোরিও নারীকে যৌনদাসী,তাই নির্মম আঘাত।
আমেরিকা প্রভাবশালী চায়না কোনো ক্ষমা,
পারমাণবিক বোমা তাদের শেষ তর্জমা।
লক্ষ লক্ষ মৃত্যু অসংখ্য রোগ যন্ত্রনা ক্ষয়,
হিবাকুশা তারা যারা বাঁচার আশ্রয় পায়।
আজও তারা যুগে যুগে রুগ্ন ব্যাধিতে জর্জর,
মৃত্যুর হাহাকার একি মানব সভ্যতা বর্বর।
নদী শুকায় মাটিতে বিষ গয়না পাখি গান,
শহর জুড়ে কঙ্কাল একি বিস্ফোরণ।
দুটো হাতির লড়াইতে আঘাত পায় পায়ের ঘাস,
যুজুধাঁদের যুদ্ধে বেসামরিক মানুষের ত্রাস।
মৃত্যু ক্রন্দন আর্তনাদের একি ভয়ঙ্কর হাহুতাশ,
বারাক ওবামা এক চান ক্ষমা এক বিরল ইতিহাস।
লজ্জানত শিরে পালন করি বিশ্বে দিবস হিরোশিমা,
পুনরায় যেন হয়না পৃথিবীতে এই কালিমা।
🙏🙏🙏🙏🙏😭😭😭😭