Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন
দৈনিক কবিতা প্রতিযোগিতা
শিশু ছড়াশিরোনাম সন্তান নয়গো বোঝাপবন কুমার সাহা২৯/৭/২০২৩
এক থালা ভাতের হিসেবপিতার মাথায় বোঝাহাসি মুখে খবর বিশেষখাবার যোগান সোজা।
তোমরা কিছু কেউ জানোনাসন্তান নয়গো বোঝামায়ের ডাক কথা মানো…

 


সৃষ্টি সাহিত্য যাপন


দৈনিক কবিতা প্রতিযোগিতা


শিশু ছড়া

শিরোনাম সন্তান নয়গো বোঝা

পবন কুমার সাহা

২৯/৭/২০২৩


এক থালা ভাতের হিসেব

পিতার মাথায় বোঝা

হাসি মুখে খবর বিশেষ

খাবার যোগান সোজা।


তোমরা কিছু কেউ জানোনা

সন্তান নয়গো বোঝা

মায়ের ডাক কথা মানোনা

সহজ সরল সোজা।


পন্ডিত মশাই শোনে সব

কাদের খোকার ব্যথা

সবার মুখে একই রব

ইস্কুল মাস্টার মাথা।


গুরু মহাশয়ের ঐ মন্ত্র

পাঠেতে ধরবে ছড়া

খোকন বোঝে হিসেব তন্ত্র

বিয়োগ পরেছে ধরা।


কিন্ডার গার্ডেনে ছাত্র ছাত্রী

গায়েতে নতুন জামা

আদর নিয়ে এগোয় যাত্রি

রয়েছে আপন মামা।