সৃষ্টি সাহিত্য যাপনশিরোনাম- অন্ধকার পৃথিবীর আড়ালে আড়ালেকলমে- শুভাশিস সাহুতারিখ- 01/08/2023
শুধু সুদীর্ঘ রাত, প্রতিক্ষার অবসরে আমি চেয়ে থাকি। কত দীর্ঘ বেদনা গেছে মুছে, আমি শুধু এই ছায়াদের তলে;স্বপ্ন এঁকেছি শুধু মিথ্যের কারচুপি…
সৃষ্টি সাহিত্য যাপন
শিরোনাম- অন্ধকার পৃথিবীর আড়ালে আড়ালে
কলমে- শুভাশিস সাহু
তারিখ- 01/08/2023
শুধু সুদীর্ঘ রাত,
প্রতিক্ষার অবসরে আমি চেয়ে থাকি।
কত দীর্ঘ বেদনা গেছে মুছে,
আমি শুধু এই ছায়াদের তলে;
স্বপ্ন এঁকেছি শুধু মিথ্যের কারচুপি ঘরে।
স্বপ্ন ও সুদীর্ঘ মনে,
অনেক তীব্র আকুতি ছিল আমার।
কত সুদীর্ঘ রাত ব্যথা বিধুর অবসরে,
আমি চেয়ে থাকি আকাশের দিকে।
কত বছর পার হয়ে যায়,
গানের মাধুরী মিলিয়ে যায়,
কত রাত এপার-ওপার,
আমি শুধু ছায়া হয়ে থাকি।
প্রতিক্ষার অবসানে,
তাই তুমি
এসেছিলে মোর দুয়ারে;
অন্ধকার পৃথিবীর আড়ালে আড়ালে।।