Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন শিরোনাম - তারা হয়ে গেছেকলমে - রেশমী ব্যানার্জ্জী তারিখ - ০২.০৮.২০২৩
জন্ম থেকেই খোকা দেখেনি তার বাবাকে, বড় হয়ে মাকে প্রশ্ন করে," মা,... বাবা কোথায় থাকে ?"
ওঠে শিশু মনে নানা প্রশ্নের ঝড়,মা বলে, "আক…


 সৃষ্টি সাহিত্য যাপন 

শিরোনাম - তারা হয়ে গেছে

কলমে - রেশমী ব্যানার্জ্জী 

তারিখ - ০২.০৮.২০২৩


জন্ম থেকেই খোকা 

দেখেনি তার বাবাকে, 

বড় হয়ে মাকে প্রশ্ন করে,

" মা,... বাবা কোথায় থাকে ?"


ওঠে শিশু মনে 

নানা প্রশ্নের ঝড়,

মা বলে, "আকাশে ওই দেখ,

ওখানেই তোর বাবার ঘর ৷"


"রাতের অন্ধকার আকাশে

অজস্র নক্ষত্রের ভীড়,  

তাদেরই মধ্যে আছেন তোর বাবা,

উজ্বল তারা হয়ে স্থির ৷"


বারান্দায় যায় খোকা

চায় আকাশের পানে,

বলে,"বাবা আমার কোথায় আছে,

কেউ কি তা জানে ?"


শিশুমনে আশা জাগে

বাবাকে খুঁজে পাবার, 

প্রতি রাতের তারার কাছে খোকা

খোঁজ নেয় বাবার ৷


জানে না খোকা

বাবা যুদ্ধে শহীদ,

মা বলে, "ওরে বোকা এবার

ছাড় তোর জিদ ৷"