: চন্দ্র বিজয়কলমে, মিঠু ভট্টাচাৰ্য🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳চাঁদের বুড়ি চরকা কাটে শুনেছি রূপকথা,চাঁদমামার ঘুম পাড়ানির গান কতই গল্প গাথা।ধরিত্রী মা গেলো ভাইয়ের কাছে পড়াতে হাতে রাখী,চন্দ্র যানের সাফল্য ভারত বাসী সাক্ষী।স্বর্ণাক্ষ…
: চন্দ্র বিজয়
কলমে, মিঠু ভট্টাচাৰ্য
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
চাঁদের বুড়ি চরকা কাটে শুনেছি রূপকথা,
চাঁদমামার ঘুম পাড়ানির গান কতই গল্প গাথা।
ধরিত্রী মা গেলো ভাইয়ের কাছে পড়াতে হাতে রাখী,
চন্দ্র যানের সাফল্য ভারত বাসী সাক্ষী।
স্বর্ণাক্ষরে লিখলো যে নাম চন্দ্র বিজয় অবদান,
অশোক স্তম্ভ এঁকে দিলো তিরঙ্গার অভিযান। 🇮🇳
ভারত মাতার বিজয় মুকুট ধন্য বিজ্ঞানীর দল,
ISRO র জয় বীর বিক্রমে দেখালো প্রবল।
চাঁদের বুকের কলঙ্কটা ধুয়ে দেয় করে যতন,
রোভার প্রজ্ঞান ওড়ায় সেথা ভারত বিজয় কেতন। 🇮🇳
রোভার এর পদক্ষেপ নাম হয় যে শিবশক্তি,
সনাতন ভারতবর্ষের এমনি হলো ভক্তি।
বিক্রমের বিক্রমে ইতিহাস গড়লো আমার দেশ ভারত,
ISRO অভিনন্দন তোমার কর্মযোগী মহৎ।
চাঁদের দক্ষিণ মেরু ভারতের বিজয় চন্দ্রযান,
খনিজ সম্ভার চাঁদের বুকে মেরা ভারত মহান। 🇮🇳
চন্দ্র বিজয়, সারা বিশ্ব উপকৃত হবে,
ভারত সভার শ্রেষ্ঠ আসনে, ধন্য ধন্য রবে।
🇮🇳🙏🇮🇳🙏
: ঝুলন পূর্ণিমা
🙏🙏🙏🙏🙏🙏
কলমে,, মিঠু ভট্টাচাৰ্য
❤❤❤❤❤❤
সম্ভবামি যুগে যুগে কৃষ্ণ অষ্টম অবতার,
গোপবালক, বৃজবাসী রক্ষক কুরুক্ষেত্র যার।💚
দ্বারকাধিশ নন্দলালা সর্ব শ্রেষ্ঠ রূপ মোহিত,
ততোধিক বন্দিত তিনি শ্রীরাধিকার সহিত।❤
মন্দিরে মন্দিরে পূজিত কৃষ্ণ রাধিকার সনে,
ঝুলন যাত্রার দোলায় দোদুল্যমান দুজনে।💙
অমাবস্যার পর থেকে শ্রাবনী পূর্ণিমার দিন,
ঝুলন যাত্রা পালন করেন বৈষ্ণব কুলীন। 🙏
হিন্দোলে দোল দেয় যত ব্রজ গোপিনী,
শ্যাম সনে হাস্যময়ী শ্রীরাধিকা রানী। 💓
বৃন্দাবন মথুরা নাচের তমাল শাখের কোলে,
নবদ্বীপ এও রাস হয় কদম্ব বৃক্ষের তলে। 🌹
রাধা কৃষ্ণের ঝুলন লীলা মহিমা অপার,
যমুনার জল শাওন এ বহে অফুরান আধার। 💙
পদাবলী সাহিত্যে রাধা কৃষ্ণের প্রেম গাথা,
অতিন্দ্রীয় প্রেম কাহিনী লীলা চরণে ঠেকাই মাথা। 🌹🌹🌹🌹🌹🌹🌹
হরি বোল,, জয় রাধে রাধে কেশব হরি 🙏🙏🙏🙏🙏🙏
: 🙏 বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 🙏
শিরোনাম,, কবি তোমার তুলনা তুমি 🙏
কলমে, মিঠু ভট্টাচাৰ্য
🌹🌹🌹🌹🌹🌹🌹
শিশু ভোলানাথের রূপে তুমি বাজাও শৈশব সংগীত।
হৃদয়ে রবি তুমি যে মোদের গাও হে মৃত্যুঞ্জয়ী গীত।।
সোনার তরী লেখনে কবির মানসী যে পলাতকা।
কবি কাহিনীর চিত্রা যেন সে ওই বনফুল যে বলাকা।।
কড়ি ও কোমলে নদীটি বয় যে শেষ সপ্তকের পথটি ধরে।
চৈতালি রাতে ক্ষনিকার তরে পূজার নৈবেদ্য ঘরে।।
রোগ সজ্যায় থেকেও তুমি গীতাঞ্জলির মায়া।
জন্মদিনে প্রণাম তোমায় শেষ লেখনীর হিয়া।।
🌹🌹🌹🌹🌹🌹
কোপাই খোয়াই পার টি ধরে ভুবনডাঙার মাঠ।
রাঙামাটির পথের পাশে সোনাঝুরির হাট।।
শান্তিনিকেতনের ধুলায় ধুলায় কবি তোমার বাস।
তোমার জন্য বাঙালি আকুল দীর্ঘ বরসমাস।।
নোবেল জয়ের থেকেও তুমি অনেকখানি বড়।
নাইটহুড ত্যাগ করলে তুমি, মনটা এমনি দড়।।
🌹🌹🌹🌹🌹🌹
কাদম্বরী বৌঠানের ছোট্ট দেওর রবি।
বিশ্ব জুড়ে শ্রেষ্ঠ তিনি, এমনি যে তাঁর ছবি।।
নারীজাতি কে দিয়ে সম্মান বলেছো পার্শ্ব এ রাখো।
সংকটে সম্পদে ব্রতী করো এমন ভাবে ভাবো।।
পরাধীন ভারতে জন্মেও তুমি কত মহান নারীবাদী।
বিনোদিনী চন্দরা নন্দিনী বিমলা লাবণ্য প্রতিবাদী।।
🌹🌹🌹🌹🌹🌹🌹
কাব্য নাট্য নৃত্য গীত সাহিত্য শিল্পের সম্ভার।
মা সরস্বতীর বরপুত্র তুমি হৃদয়ে সমাহার।।
মুক্ত মনা ঋষি পুরুষ ইতি বাচক ভাষী।
গীতবিতানের দিব্যি তোমায় বড়ই ভালোবাসি, 🙏
কবি বড়ই ভালোবাসি 🙏
গুরুদেব বড়ই ভালোবাসি।।
🙏🙏🙏🙏🙏🙏🙏
রাখী বন্ধন 🌹🌹🌹🌹
কলমে,, মিঠু ভট্টাচাৰ্য
💗♥💞
শ্রাবনী পূর্ণিমায় পালিত হয় পবিত্র রাখী বন্ধন,
ভাই বোনের স্বর্গীয় সম্পর্ক করি উদযাপন।💞
রেশমের ডোরে বাঁধা ভাই বোনের জীবন,
বড়ই দৃঢ় সে ডোর এমনি বন্ধন। 💓
যুদ্ধে আঘাত রক্তপাত কৃষ্ণ র হাতে,
দ্রৌপদী আঁচল ছিঁড়ে সেবা করেন আঘাতে। 🙏
রক্ষা করি কৃষ্ণ ভাইকে মোর যন্ত্রনা হতে,
বস্ত্রহরণ ব্যর্থ হয় ভাইয়ের বস্ত্র সম্ভারেতে। 🙏
মা লক্ষী পড়ান রাখী রাজা বলির তরে,
নারায়ণ স্বর্গে ফেরেন সুরক্ষিত সম্ভারে। 🙏
যম যমুনা, বিষ্ণু পার্বতী এমনি ভাই বোন,
মর্তে পালন করি মোরা সেই রাখিবন্ধন। 🙏🌹
জাতি ধর্ম উর্ধে বঙ্গভঙ্গ আন্দোলনে রবি,
রাখী বন্ধন পালন করেন এমন সে ছবি। 🙏🌹
অপু দুগ্গা যুগে যুগে সর্বকালের পাঁচালি,
দিদির মমতা ভাইয়ের স্নেহ সেই বিভূতিভূষণের কথাকলি। 🌹❤
চন্দন তিলক মাখন মিছরি খুশিতে ভরা থাল,
রক্ষাবন্ধন কর্তব্য পালন সর্ব যুগে আজকাল। 💚
শপথ নেয় যত ভাই রক্ষার অঙ্গীকার,
সীমান্ত প্রহরী ভাইরা মোদের গর্ব অহংকার। 🇮🇳
রাখী হলো সম্প্রীতি রক্ষা স্নেহ প্রেমের অটুট বন্ধন,
জাতি ধর্ম দন্দ্ব ভুলে হোক এই উৎসব পালন। 🙏🌹❤💚💙