Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রাখিবন্ধন উৎসবের উপহার হিসাবে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে যাওয়া হলো দিঘায়। একে অপরকে রাখি পরিয়ে রাখি বন্ধন উৎসব পালন*

তমলুক: আজ একটি বিশেষ দিন। রাখিবন্ধন উৎসব। রাখি পরিয়ে মিষ্টি মুখ করানোর পাশাপাশি  উপহার দেওয়ার রেওয়াজ রয়েছে। আর সেই উপহার হিসাবে এবার দিঘায় ভ্রমণ  বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের। পূর্ব মেদিনীপুর জেলা শিশু সুরক্ষা ইউনিট,শিশু কল্যান স…



তমলুক: আজ একটি বিশেষ দিন। রাখিবন্ধন উৎসব। রাখি পরিয়ে মিষ্টি মুখ করানোর পাশাপাশি  উপহার দেওয়ার রেওয়াজ রয়েছে। আর সেই উপহার হিসাবে এবার দিঘায় ভ্রমণ  বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের। পূর্ব মেদিনীপুর জেলা শিশু সুরক্ষা ইউনিট,শিশু কল্যান সমিতি, জেলা সমাজ কল্যান দপ্তর, জেলা আইনী সচেতনতা কেন্দ্র, জেলা পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে রাখিবন্ধন উৎসব পালন করা হয়। তমলুক নিমতৌড়ি উন্নয়ন সমিতির আবাসিক বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে রাখিবন্ধন উৎসব পালনের পাশাপাশি  তাদের ইচ্ছা পুরনের জন্য দিঘায় ভ্রমণে নিয়ে যাওয়া হয়। এদিন তমলুক নিমতৌড়ি উন্নয়ন সমিতির আবাসিক ৩০ জন শিশুকে নিয়ে যাওয়া হয় দিঘায়। সেখানে তাদের ঘোরানোর পাশাপাশি  খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়।


সারাদিন তাদের দিঘার বিভিন্ন জায়গায় ঘোরানো হয়। এদিন বাসে করে তাদের দিঘায় নিয়ে যাওয়া হয়। দিঘায় যেতে পেরে বেজায় খুশি আবাসিকরা। পুরনো দিঘায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ম্যাজিক শো দেখানো হয়। পাশাপাশি দীঘা সমুদ্র তটে বেলুন উড়িয়ে দেয় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচীব সমরেশ বেরা, দীঘা মোহনা কোস্টাল থানার ওসি মৌসুমী সদ্দার, নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতির সম্পাদক যোগের সামন্ত সহ বিশিষ্টজনেরা।