কেন?কেন?কেন?
হিংস্র নারীখাদক নরপশুদের তান্ডব আর উল্লাসে আকাশ বাতাস মুখরিত,নারকীয় সব ঘটনা দেখি বারবারই এই ভারতেই হচ্ছে যে সংঘটিত ।
নারী মানে তো দেবী মা বোন বাপ্রিয়তমা বা আরও আরও কতোকিছুমণিপুরের অসভ্য বর্বরের দল যতোআমাদের ম…
কেন?কেন?কেন?
হিংস্র নারীখাদক নরপশুদের তান্ডব
আর উল্লাসে আকাশ বাতাস মুখরিত,
নারকীয় সব ঘটনা দেখি বারবারই
এই ভারতেই হচ্ছে যে সংঘটিত ।
নারী মানে তো দেবী মা বোন বা
প্রিয়তমা বা আরও আরও কতোকিছু
মণিপুরের অসভ্য বর্বরের দল যতো
আমাদের মাথাটা করে দিলো নীচু।
শুধুই তো মণিপুরের কথাই নয়
আমাদের এখানেও ঘটে গেলো যেটা,
প্রকাশ্য বাজারে সবার সামনেই
আমরা কী সহজেই ভুলবো সেটা?
এরসাথে হায় জড়িত যে
বাজারের আরও কিছু নারী,
এসব কথা এতোটা সহজে
কিভাবে ভুলতে পারি?
নখ ও দাঁত বের করে আসে
নর পিশাচ যে কত,
কোমল নারীর দেহেতে করলো
বিশাল বিশাল ক্ষত।
উলঙ্গিনী মাকে দেখতে বুঝি
এতোই তাদের সুখ?
নারীখাদক যতো ঘোরে দিকে দিকে
বিভৎস সব মুখ।
রণচন্ডীর রূপ ধরো নারী
উলঙ্গিনী মহাকালী
উন্মত্ত যতো কামুকদের করো
তোমার খড়্গের বলি।