সৃষ্টি সাহিত্য যাপন *নারী নির্যাতন অবলম্বনে কবিতা* -------- *জাগো নারী*কলমে -- ডাঃ সুভাষ চন্দ্র সরকার। তারিখ -- ৩১/০৭/২৩
*জাগো নারী*-----------------------
জাগো নারী ;তুলে নাও হাতিয়ার রক্ষা করো নিজেদের মান- সন্মান, কতকাল আর নীরবে র…
সৃষ্টি সাহিত্য যাপন
*নারী নির্যাতন অবলম্বনে কবিতা* -------- *জাগো নারী*
কলমে -- ডাঃ সুভাষ চন্দ্র সরকার।
তারিখ -- ৩১/০৭/২৩
*জাগো নারী*
-----------------------
জাগো নারী ;তুলে নাও হাতিয়ার
রক্ষা করো নিজেদের মান- সন্মান,
কতকাল আর নীরবে রবে
কতকাল আর সহিবে অপমান।
ভুলে গেছো প্রীতিলতা ; লক্ষীবাই
মাতঙ্গীনি হাজরার কথা?
জাগো- জাগো নারী তুলে নাও হাতিয়ার।।
নররূপী শশু এরা বড়ই ভয়ংকর
প্রশাসকের নেই ভয়; হানা দেয় দিনের বেলায়,
তোমরা বিচার পাবে না কোন দিন ;
লক্ষ টাকায় কিনবে তোমায়,
ছুঁড়ে ফেলে দাও ঐ টাকা ; কিনবে যে তোমায়,
জাগো নারী তুলে নাও হাতিয়ার।।
বিধ্বস্ত - বিবস্ত্রর ছবি তুলে করে অপমান;
তবুও নিরব করে না প্রতিকার
এ- কোন প্রশাসন?
মেয়ে বাঁচাও মেয়ে পড়াও
এটা নিলজ্জ - বেহায়ার মুখের ভাষন।
সময় হয়েছে ; জেগে ওঠো নারী
তুলে নাও হাতিয়ার।।
ভুলে গেছে আইনের শাসক
নারীই শক্তি - নারীই যে সমাজের অস্তিত্ব,
ওদের ভুল ভাঙিয়ে দাও
রক্ষা করো নিজেদের সন্মান।
জাগো নারী তুলে নাও হাতিয়ার।।