বাবলু বন্দ্যোপাধ্যায়। মেচেদাপ্রশাসনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার মধ্যে রাস্তা সংস্কার করা হবে। পুজোর আর এক মাসও বাকি নেই ,পূর্ব মেদিনীপুর জেলার মেচেদা কেন্দ্রীয় বাস স্ট্যান্ডের বেহাল রাস্ত…
বাবলু বন্দ্যোপাধ্যায়। মেচেদা
প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার মধ্যে রাস্তা সংস্কার করা হবে। পুজোর আর এক মাসও বাকি নেই ,পূর্ব মেদিনীপুর জেলার মেচেদা কেন্দ্রীয় বাস স্ট্যান্ডের বেহাল রাস্তা এবারের উৎসবমুখর দর্শনার্থীদের বেজায় চিন্তায় ফেলেছে। জরাজীর্ণ এই রাস্তার বেহাল রাস্তা সংস্কারের জন্য রাজনৈতিক থেকে অরাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে প্রশাসনিক দপ্তরে দরবার করেও এখনো পর্যন্ত তার কোনো কার্যকরী ভূমিকা গ্রহণ করতে দেখা যায়নি। মেছেদা নাগরিক মঞ্চ গঠন করে বেশ কিছুদিন আগে অবরোধ করা হয়েছিল। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল বিষয়টি দ্রুত হস্তক্ষেপ করা হবে, নাগরিক মঞ্চের পক্ষ থেকে এসডিও দপ্তরে এ বিষয়ে একটি স্মারক লিপি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। নাগরিক মঞ্চের নেতৃত্বরা এসডিও দপ্তরে গেলে দপ্তর সূত্রে বলা হয় প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় মহকুমা শাসকের নাগরিক মঞ্চের নেতৃত্বেদের সঙ্গে দেখা করা সম্ভব হচ্ছে না। এ বিষয়ে নাগরিক মঞ্চের পক্ষ থেকে ব্যাপক ক্ষোভ প্রকাশ করে। উল্লেখ করা যায় এবারে মেচেদা শিল্প নগরী এলাকায় কুড়িটির মত দুর্গাপূজা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানদের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে। জেলার অন্যতম প্রবেশদ্বার এই শিল্পনগরী মেচেদাতে পুজোর কয়েকটা দিন দর্শনার্থীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। রাস্তার যা দশা দর্শনার্থীরা এখন থেকেই আতঙ্কগ্রস্থ পরিবার-পরিজনদের নিয়ে দুর্গা প্রতিমা দর্শনে। মেচেদার স্থানীয় বাসিন্দা সুকুমার মাইতির বক্তব্য এই রাস্তা নিয়ে নাগরিক সমাজ প্রতিবাদ সংঘটিত করেছে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এখনো ব্যবস্থা নিতে দেখা যায়নি, পুজোর আগে রাস্তা সংস্কারের দাবি করেন । তমলুকের মহকুমা শাসক বুদ্ধদেব পানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান জেলা জুড়ে রাস্তার কাজ চলছে। মেচেদা কেন্দ্রীয় বাস স্ট্যান্ডের সংস্কারের কাজ সময়মতো শেষ করা হবে।