বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাটহিন্দু ক্যালেন্ডার অনুযায়ী প্রতিবছর ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় জন্মাষ্টমী উৎসব। যে বিশেষ নক্ষত্রে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল সেই বিরল যোগ আজ অর্থাৎ বুধবার। সারা দেশ তথা বিশ্ব…
বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাট
হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী প্রতিবছর ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় জন্মাষ্টমী উৎসব। যে বিশেষ নক্ষত্রে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল সেই বিরল যোগ আজ অর্থাৎ বুধবার। সারা দেশ তথা বিশ্বজুড়ে হিন্দু ধর্মালম্বীরা মহা ধুমধাম এর সাথে পালন করে মহা জন্মাষ্টমী উৎসব। হিন্দু ধর্মে কৃষ্ণ জন্মাষ্টমীর গুরুত্ব অপরিসীম। এ দিনেই শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল বলে বিশ্বাস করে হিন্দুরা। পুরান মতে কৃষ্ণকে বিষ্ণুর অষ্টম অবতার বলে মনে করা হয়। হিন্দুদের ঘরে ঘরে কৃষ্ণ জন্মতিথি ও পুজোর বিশেষ আয়োজন করা হয়। হিন্দু মতে রাত বারোটা নাগাদ কৃষ্ণের পুজোর আয়োজন করে হিন্দু ধর্মালম্বী মানুষরা। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট নতুন বাজার রাধা মাধব জিউ আশ্রমে শুরু হয়েছে জন্মাষ্টমী উৎসব। বিভিন্ন এলাকার শিশু-কিশোরদের রাধা এবং কৃষ্ণ সাজিয়ে বাড়ির বড়রা মন্দিরে সমাগত হয়। রাধা কৃষ্ণদের নিয়ে শুরু হয় নানান আনন্দদায়ক অনুষ্ঠান। ছোটদের হাতে তুলে দেওয়া হয় নানা উপহার সামগ্রী। রাধা মাধব জিউ আশ্রমের পক্ষে কল্যাণ সামন্ত জানান বরাবরের মতো এবারও মন্দির আশ্রমে শুরু হয়েছে ,জন্মাষ্টমী শুরু হয়েছে ছোটদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান। বহুভক্ত এই অনুষ্ঠান দেখার জন্য সমাগত হয় বলে তিনি জানান।