Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রাস্তা সংস্কারের দাবিতে পদ অবরোধ মেচেদায়

বাবলু বন্দোপাধ্যায়।     মেচেদাপূর্ব মেদিনীপুর জেলার গেটওয়ে মেছেদা। মেচেদার পাঁচমাথা মোড় থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত মাত্র ২০০ মিটার রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল। ছোটখাটো দুর্ঘটনা প্রায় ঘটছে। অবিলম্বে মেরামত করার দাবিতে এসইউসিআই …



বাবলু বন্দোপাধ্যায়।     মেচেদা

পূর্ব মেদিনীপুর জেলার গেটওয়ে মেছেদা। মেচেদার পাঁচমাথা মোড় থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত মাত্র ২০০ মিটার রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল। ছোটখাটো দুর্ঘটনা প্রায় ঘটছে। অবিলম্বে মেরামত করার দাবিতে এসইউসিআই দলের মেচেদা লোকাল কমিটির পক্ষ থেকে রাস্তা অবরোধ করল। সকাল ১০ টা থেকে প্রায় পঞ্চাশ মিনিট অবরোধ চলে। ব্যস্ততম শহরে সাধারণ মানুষরা চরম ভোগান্তির মধ্যে পড়ে। পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে অভ্র তুলে নেওয়া হয়। লোকাল কমিটির সম্পাদক সুব্রত দাস বলেন ১৫ দিনের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে যদি রাস্তাটি মেরামতের কোন উদ্যোগ নেওয়া না হয় তাহলে আরো বৃহত্তম আন্দোলন হবে। বাসস্ট্যান্ডে প্রতিদিন যে শত শত বাস ট্রেকার, মাছের গাড়ি যায় সেই সমস্ত গাড়ি থেকে প্রতিদিন টাকা তোলা হয়। বাসস্ট্যান্ড কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে তমলুকের এসডিও আছেন, দূর্গা পূজার আগে এই রাস্তাটি মেরামত না করা হলে সাধারণ মানুষ আরো সমস্যার মধ্যে পড়বে বলে তিনি জানান।