. নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর..... বয়স্ক নাগরিকদের পাশে থাকার বার্তা নিয়ে মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি শুরু করলো তাদের নবতম মানবিক কর্মসূচি "পাশেই আছি"। রাখীবন্ধনের উৎসবের আবহের মধ্যেই এই কর্মস…
. নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর..... বয়স্ক নাগরিকদের পাশে থাকার বার্তা নিয়ে মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি শুরু করলো তাদের নবতম মানবিক কর্মসূচি "পাশেই আছি"। রাখীবন্ধনের উৎসবের আবহের মধ্যেই এই কর্মসূচির প্রাথমিক পর্ব শুরু হল মেদিনীপুর শহরের চিড়িমারসাই এলাকায়। এখানকার একটি বহুতল আবাসনে এক বয়স্ক দম্পতি কে নিয়ে শুরু হলো এই কর্মসূচি। এখানকার বাসিন্দা সজল কান্তি মুখার্জি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ প্রাক্তন অফিসার,২০১১ সালে অবসর নিয়েছেন,ওনার স্ত্রী জোৎস্না মুখার্জি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা।যিনি আবার সম্পর্কে মা সারদার আত্মীয়া।ওনাদের এক ছেলে চাকুরী সূত্রে কখনও লুধিয়ানা বা কখনও আমেরিকাতে থাকেন,এক মেয়ে স্কুল শিক্ষিকা,বিবাহ দিয়েছেন অনেক আগেই।এমতাবস্থায় এঁদের কোনো আর্থিক অসুবিধা নেই। মেদিনীপুর শহরে অবস্থানকারী বিবাহিতা কন্যা বাবা-মায়ের সমস্ত সুবিধা-অসুবিধা দায়িত্ব নিয়েই দেখাশোনা করেন। এর মাঝেও কখনও কখনও বার্ধক্যজনিত কারণে এই দম্পতি কিছুটা একাকীত্বে যেমন ভোগেন তেমনি কখনো কখনো ছোট খাটো প্রয়োজনে প্রতিবেশী বন্ধুদের শরণাপন্ন হন। এমতাবস্থায় কুইজ কেন্দ্র সাধ্যমত সজল বাবুদের পাশে থাকার অঙ্গীকার করলো। ইতিমধ্যেই এই আবাসনের বাসিন্দা কুইজ কেন্দ্রের সদস্য মৃত্যুঞ্জয় সামন্ত পরিবারটির সংস্পর্শ রয়েছেন।
বর্তমান সময়ে সারা বিশ্বের সঙ্গে আমাদের দেশেও বয়স্ক নাগরিকদের একটা বড় অংশ একাকীত্ব নিয়ে জীবন যাপন করছেন।এই ধরনের বয়স্ক নাগরিকদের পাশে "মানবিক মন" নিয়ে দাঁড়ানোর লক্ষ্যেই কুইজ কেন্দ্রের এই উদ্যোগ।তাদের একটু সাহচর্য প্রদান। তাঁদের সাথে একটু সহমর্মী হওয়া। একটু সমব্যথী হওয়ার প্রচেষ্টা মাত্র। কর্মসূচিতে উপস্থিত কুইজ কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সম্পাদক সুজন বেরা বলেন,"মূলতঃ যে সকল এলাকায় আমাদের সদস্য-সদস্যা বন্ধু বেশী আছেন সেখানেই গ্রুপ করে চেনা জানা একাকীত্বে ভোগা কোনো বয়স্ক মানুষদের কাছে মাসে এক থেকে দুবার যাওয়া, ওনাদের সাথে একটু গল্প করা, ওনাদের স্বাস্থ্য বিষয়ে খোঁজ খবর নেওয়া এবং পাশাপাশি ওনাদের কাছে এই বার্তা দেওয়া আমরা "পাশেই আছি"।আমাদের মূল লক্ষ্য আমাদের সদস্যদের এলাকায় এই ধরনের বয়স্ক মানুষদের সাথে ভরসা ও বিশ্বাস নিয়ে পাশে থাকা। আর এভাবেই সমাজের সকল স্তরের মানুষের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া যাতে তারাও নিজেদের মতন করে আশেপাশের বয়স্ক মানুষদের কথা ভাবেন ও তাদের সাথে থাকেন।" সুজন বেরা ছাড়াও এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সভাপতি ডঃ রিংকু চক্রবর্তী,সহ-সম্পাদক সুভাষ জানা,সদস্যা সূর্যশিখা ঘোষ, সুতপা বসু,সদস্য সুদীপ কুমার খাঁড়া, নরসিংহ দাস, সৌনক সাহু,মৃত্যুঞ্জয় সামন্ত প্রমুখ। এদিন সংগঠনের "মানবিক দেওয়াল " কর্মসূচির জন্য মুখার্জি দম্পতি কিছু প্রয়োজনীয় শাড়ি,জামা,প্যান্ট দান করেন।