প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে ‘আমার মাটি আমার দেশ’ নামে একটি প্রকল্প শুরু হয়েছে। দিল্লিতে তৈরি হচ্ছে অমৃত বাটিকা নামে একটি বাগান। গোটা দেশের বিভিন্ন জায়গা থেকে মাটি সংগ্রহ করে সেই বাগানে নিয়ে যাওয়া হচ্ছে। স্বাধীনতা সংগ…
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে ‘আমার মাটি আমার দেশ’ নামে একটি প্রকল্প শুরু হয়েছে। দিল্লিতে তৈরি হচ্ছে অমৃত বাটিকা নামে একটি বাগান। গোটা দেশের বিভিন্ন জায়গা থেকে মাটি সংগ্রহ করে সেই বাগানে নিয়ে যাওয়া হচ্ছে। স্বাধীনতা সংগ্রামী, দেশের জন্য প্রাণ দেওয়া পুলিশ বা সেনাদের বাড়ি থেকে এই মাটি সংগ্রহ করা হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী সারা দেশের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে বিজেপির তমলুক নগর মন্ডলের পক্ষ থেকে তমলুকের যে সমস্ত পুর্নভূমি রয়েছে সেই সমস্ত জায়গা থেকে মাটির সংগ্রহের কাজ শুরু করা হয়েছে। পাশাপাশি তমলুক শহরের বুথ সভাপতিদের বাড়ি থেকেও মাটি সংগ্রহ করেন।
সমস্ত জায়গা থেকে মাটি সংগ্রহ করার পর পাঠানো হবে দিল্লিতে, তমলুক থেকে সেই মাটি প্রধানমন্ত্রীর আমার মাটি আমার দেশ প্রকল্পের মাধ্যমে অমৃত বাটিকা নামে যে বাগান তৈরীর কাজে ব্যবহার করা হবে সেই জন্য গর্বিত সকলে এমনটাই জানাচ্ছেন তমলুক শহর নগর মন্ডলের সভাপতি সুকান্ত চৌধুরী।