১১৬ নং জাতীয় সড়কে পুলিশের নজরদারি। সোমবার কোলাঘাট মোড় থেকে মেচেদা যাওয়ার পথে গাড়ি থেকে নেমে শুভেন্দু অধিকারীর বক্তব্য যা তার সোশ্যাল মিডিয়ায় অর্থাৎ টুটারে পোস্ট করেছেন।বিরোধী দলনেতা গেলেই নজরদারি চালানো হয় মমতা পুলিশ আর এই জেলার …
১১৬ নং জাতীয় সড়কে পুলিশের নজরদারি। সোমবার কোলাঘাট মোড় থেকে মেচেদা যাওয়ার পথে গাড়ি থেকে নেমে শুভেন্দু অধিকারীর বক্তব্য যা তার সোশ্যাল মিডিয়ায় অর্থাৎ টুটারে পোস্ট করেছেন।বিরোধী দলনেতা গেলেই নজরদারি চালানো হয় মমতা পুলিশ আর এই জেলার পুলিশ সুপার এই সব করছে। জাতীয় সড়কে নজরদারি হোক কিন্তু শুধু বিরোধী দলনেতার যাওয়ার সময় লাগানো হবে। তারপর খুলে নেওয়া হবে এটা কেনো। গাড়ি থেকে নেমে স্পিড মিটারের কাছে গিয়ে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপারের নাম ধরে শুভেন্দু অধিকারী বলেন জাতীয় সড়ক দিয়ে আমি যাওয়ার সময় আমার উপরে নজরদারি রাখে পুলিশ।