সৃষ্টি সাহিত্য যাপন বিষয় - উন্মুক্তশিরোনাম - " চাই নে কিছুই "কলমে - নীলরতন দেবনাথতারিখ - ২৩.০৯.২০২৩ -----------------------------------আমি খেলি তোমার সনেযেমন খেলাও তেমনই খেলি ,কভু মনে কভু বনে ;এ খেলা নহে আমার ।
ভালোবাস…
সৃষ্টি সাহিত্য যাপন
বিষয় - উন্মুক্ত
শিরোনাম - " চাই নে কিছুই "
কলমে - নীলরতন দেবনাথ
তারিখ - ২৩.০৯.২০২৩
-----------------------------------
আমি খেলি তোমার সনে
যেমন খেলাও তেমনই খেলি ,
কভু মনে কভু বনে ;
এ খেলা নহে আমার ।
ভালোবাসি তোমার মাটি
তোমার আকাশ তোমার বাতাস-,
গ'ড়ি তাতেই বসত বাটি
এ মাটি নহে আমার ।
খুঁজি তোমায় মাঠে ঘাটে
ডুবে রও রূপ সাগরে ,
খোঁজার নেশায় বেলা কাটে ;
তবু তোমার দেখা পাই নে ।
পাহাড় নদী জলের ধারা
ফুলে ফুলে কানন ভরা ,
অন্ধ দেখি পথেই হারা ;
এর বেশি আর চাই নে ।
সমাপ্ত
-------------------------