শিরোনাম:অদৃশ্য আখ্যান আগন্তুক২৪/০৯/২৩ এক আছি বসে কোন সে পারেতে, কখন থাকি যে কোন পিরিতে! অচিন কাহার তরে,বেঁচে মরে, …
শিরোনাম:অদৃশ্য আখ্যান
আগন্তুক
২৪/০৯/২৩
এক
আছি বসে কোন সে পারেতে,
কখন থাকি যে কোন পিরিতে!
অচিন কাহার তরে,বেঁচে মরে,
সুদূর কোথায় কোন সে ঘরে!
অপার হয়ে ব্যথায় উদাসী মন,
তটিনী তটে ঢেউ গুনে সারাক্ষণ!
অন্ধ এ চোখ দৃশ্য সাদা কালা,
পাই না খুঁজে মনে রঙের মেলা,
পেয়ে হারায় মূর্খ জীবনের সার,
মগ্ন চিত্তে বসে মেনেছি যে হাড়!
নয়ন মুদে অন্তরের তল পায়না,
অদ্ভুত অবুঝের অগণিত বায়না!
থাকুক না হয় মনের গহীনে ব্যথা,
ভার সেজে হাসবো হাসাবো একা!
অবনি জুড়িয়া প্রাণের কত মায়া,
কোন অরণ্যে শূণ্য শীতল ছায়া !
দুই
ভাবনায় অন্তরে মনের বিভ্রমে,
ক্লান্তিতে গন্ধক অবিরত ঘামে,
প্রস্থানের বেদনার কাঁদবে প্রিয়া!
অস্ফুট স্বরে বলবো মোছো হিয়া!
আসবো ফিরে তোমারই কাছে,
ভাড় নয় আবার রাজার ই বেশে
হয় না তুমি দেবদাসী বা বনচারী,
বিজাতি বিধর্মী কি দীন ভিখারি!
এই যে ধরায় যেথায় তুমি রইবে,
ব্যস্ত ব্যাকুল মনে আমায় খুঁজবে!
অন্তর সিক্ত জড়িয়ে আমায় সুখে,
অনেক জন্মের ব্যথায় ভাঙ্গা বুকে!
আমার বুকে চেনা আবেগে ব্যথা,
হওয়া বিহনে আটকে মুখের কথা!
এবার এলে এ ভূমে মনের অসুখে,
জ্বেলে প্রদীপ রাখবো না কাওকে!
চলে গেলে হয়তো থাকবে ভালো,
হঠাৎ আঁধার জ্বালবে কে আলো!?