বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাটপূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে সনাতনী ধর্মাবলম্বীদের এখন ঘুম ভাঙ্গে প্রভাতী কীর্তন নাম সংকীর্তন এবং খোল করতালের আওয়াজে। সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে নিয়ে দামোদর ব্রত পালনে উদ্যোগী হ…
বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাট
পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে সনাতনী ধর্মাবলম্বীদের এখন ঘুম ভাঙ্গে প্রভাতী কীর্তন নাম সংকীর্তন এবং খোল করতালের আওয়াজে। সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে নিয়ে দামোদর ব্রত পালনে উদ্যোগী হয়েছে কোলাঘাটবাসী। এই মাসেই বাল্যকালে শ্রীকৃষ্ণ তার মাতৃস্নেহে আবদ্ধ হয়েছিল বলে ভক্তদের বিশ্বাস। মঙ্গলবার সকালে কোলাঘাটের বুকে এমনই এক চিত্র লক্ষ্য করা গেল নাম সংকীর্তনের মাধ্যমে। প্রত্যেকদিন মঙ্গল আরতির পর প্রভাত কালে শহরে পরিক্রমা করে নগর সংকীর্তন দল। সন্ধ্যা আরতির পর অগণিত ভক্তবৃন্দ নিষ্ঠা সহকারে ঘি তেলের তেল সহযোগে মাটির প্রদীপ জ্বেলে দীপদানে অংশ নেন। অসংখ্য প্রদীপের শিখার আলোয় সমবেত সংগীত ও খল করতাল শঙ্খ ঘন্টা ধ্বনিতে এক অপূর্ব ভাবগম্ভীর এবং ভক্তিমূলক পরিবেশ সৃষ্টি হয়। সন্ধ্যার আসরে শুরু হয় শ্রীমৎ ভগবত গীতা পাঠের আসর। কার্তিক বা দামোদর মাসের গুরুত্ব বলতে গিয়ে কোলাঘাট রাধামাধব আশ্রমের সেবায়েত ভীম দাস বলেন যারা ভগবান শ্রী দামোদরের উদ্দেশ্যে ভক্তি সহকারে ভগবানের আনন্দ বিধানের জন্য প্রদীপ নিবেদন করে অজ্ঞান অন্ধকার দূরীভূত হয়ে হৃদয়ে জ্ঞানপ্রদীপ প্রজ্জ্বলিত হয়।