নিজস্ব সংবাদদাতা। কোলাঘাটকোলাঘাট ব্লকে বেশ কয়েকবছর পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে থাকা সত্ত্বেও উন্নয়ন না হওয়ার প্রেক্ষিতে এবার পথে নামছে ভারতীয় জনতা পার্টি। রাস্তাঘাট থেকে শুরু করে নিকাশি ব্যবস্থা না থাকায় মানুষের ক্ষোভ দ…
নিজস্ব সংবাদদাতা। কোলাঘাট
কোলাঘাট ব্লকে বেশ কয়েকবছর পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে থাকা সত্ত্বেও উন্নয়ন না হওয়ার প্রেক্ষিতে এবার পথে নামছে ভারতীয় জনতা পার্টি। রাস্তাঘাট থেকে শুরু করে নিকাশি ব্যবস্থা না থাকায় মানুষের ক্ষোভ দিন দিন অতিমাত্রায় গিয়ে পৌঁছেছে। পাঁশকুড়া পূর্ব বিধানসভা কেন্দ্রে থেকে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী থাকা সত্ত্বেও মানুষের অভাব অভিযোগ কেন আসছে তা নিয়েও প্রশ্ন আকারে দেখা দিছে এলাকার বিভিন্ন স্থানে। কোলাঘাট জৈন মন্দিরে কোলাঘাটের উন্নয়নের দাবি নিয়ে পূর্ব পাঁশকুড়া বিধানসভা কেন্দ্রের বিজেপির নেতৃত্বদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় দলীয় কর্মী সমর্থকরা পথে নাববে উন্নয়নের দাবি নিয়ে। পশ্চিমবঙ্গ সরকারের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আগামী মঙ্গলবার কোলাঘাট ওভার ব্রিজ থেকে শুরু করে বিবেকানন্দ মোড় পর্যন্ত পদযাত্রার মাধ্যমে এই দাবি রাখা হবে। বৈঠকে উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি দেবব্রত পট্টনায়েক, রাজ্য সংখ্যালঘু মোর্চার অন্যতম নেতৃত্ব রাজীব জৈন,তমলুক সাংগঠনিক সংখ্যালঘু মোর্চার সভাপতি শেখ সাদ্দাম হোসেন সহ ব্লক স্তরের নেতৃত্ব। বৈঠক থেকে সিদ্ধান্ত কোলাঘাট ব্লকের শোষিত, বঞ্চিত, নিপীড়িত মানুষদের জন্য ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা লড়াই সংগ্রামে ব্রতী থাকবে। কোলাঘাট ব্লকের উন্নয়ন থমকেএ নিয়ে ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে বিরোধীদের কাজই হচ্ছে কুৎসা করা, উন্নয়ন না হলে গণতন্ত্র প্রেমী মানুষরা বারংবার কেন তৃণমূলকে ক্ষমতায় আনছে এই কোলাঘাট ব্লকে।