বাবলু বন্দ্যোপাধ্যায় তমলুকদিল্লির উদ্দেশ্যে মাটি যাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থান থেকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অমৃতবাটিকা উদ্যান করার লক্ষ্যে। বিভিন্ন এলাকার ধর্মস্থান থেকে স্মৃতি বিজড়িত স্থান গুলি তে মাটি সংগ্রহ …
বাবলু বন্দ্যোপাধ্যায় তমলুক
দিল্লির উদ্দেশ্যে মাটি যাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থান থেকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অমৃতবাটিকা উদ্যান করার লক্ষ্যে। বিভিন্ন এলাকার ধর্মস্থান থেকে স্মৃতি বিজড়িত স্থান গুলি তে মাটি সংগ্রহ কর্মসূচি চলছে। শনিবার পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের স্মৃতি বিজড়িত ব্রিটিশদের গুলিতে ঝাঁজরা হওয়া মাতঙ্গিনী হাজরার জন্মস্থান আলিনান থেকে আমার মাটি আমার দেশ কর্মসূচিতে দলীয় কর্মী সমর্থকদের উৎসাহ উদ্দীপনা ছিল নজর কারা। ব্লকের বিভিন্ন স্থান থেকে কর্মী সমর্থক থেকে শুরু করে পদাধিকারীরা এই কর্মসূচিতে অংশ নেয়। এক সাক্ষাৎকারে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব গুছাইত জানান প্রায় এক মাস ধরে চলতে থাকা এই কর্মসূচি, সমস্ত মাটি একত্রিত করে দিল্লি যাত্রার জন্য তুলে দেওয়া হল। শঙ্খ ধ্বনি থেকে শুরু করে হরি নামের মাধ্যম দিয়ে এই কর্মসূচি স্থানীয় এলাকার বেশ প্রভাব ফেলে বলে তিনি দাবি করেন।