বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাটপূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ও শহীদ মাতঙ্গিনী ব্লক এলাকায় জমা দূষিত জল দ্রুত বের করা সহ আগামী বর্ষের পূর্বে সোয়াদিঘী ও দেহাটি খান পূর্ণ সংস্কারের দাবি নিয়ে কোলাঘাট ব্লকে জলবন্দী ভুক্তভোগী মানুষর…
বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাট
পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ও শহীদ মাতঙ্গিনী ব্লক এলাকায় জমা দূষিত জল দ্রুত বের করা সহ আগামী বর্ষের পূর্বে সোয়াদিঘী ও দেহাটি খান পূর্ণ সংস্কারের দাবি নিয়ে কোলাঘাট ব্লকে জলবন্দী ভুক্তভোগী মানুষরা বিক্ষোভ দেখাল সোমবার। বিক্ষোভ ডেপুটেশনে প্রায় দু শতাধিক মহিলা সহ জলবন্দি মানুষজন উপস্থিত হয়েছিল। কর্মসূচিতে নেতৃত্ব দেন পূর্ব মেদিনীপুর জেলা বন্যা ভাঙ্গন প্রতিরোধ কমিটির নেতৃত্ব নারায়ণ চন্দ্র নায়ক, জয়মোহন পাল, মধুসূদন বেরা, প্রশান্ত সামন্ত প্রমূখ। আট দফা দাবি সম্মিলিত একটি স্মারকলিপি কোলাঘাট ব্লকের বিডিও অর্ঘ্য ঘোষের কাছে তুলে দেওয়া হয়। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেবেন বলে আশ্বাস দিয়েছে নেতৃত্বদের।