কেতাব-ই’র শারদ উপহার: বিনামূল্যে ৪০০ ই-বই-------------------------------------------------
যাঁরা বাংলা বই পড়তে ভালবাসেন তাঁদের জন্য আগামী ২৯শে অক্টোবর পর্যন্ত কেতাব-ই ডিজিটাল লাইব্রেরির দ্বার উন্মুক্ত করে দেওয়া হল। উৎসবের এই মাসট…
কেতাব-ই’র শারদ উপহার: বিনামূল্যে ৪০০ ই-বই
-------------------------------------------------
যাঁরা বাংলা বই পড়তে ভালবাসেন তাঁদের জন্য আগামী ২৯শে অক্টোবর পর্যন্ত কেতাব-ই ডিজিটাল লাইব্রেরির দ্বার উন্মুক্ত করে দেওয়া হল। উৎসবের এই মাসটিতে কেতাব-ই অ্যাপে চারশোরও বেশি বাংলা ক্লাসিকস পড়তে পারা যাবে সম্পূর্ণ বিনামূল্যে।
আপনাকে কী করতে হবে?
১) আপনি যদি এর আগে কখনও কেতাব-ই অ্যাপে লগইন করে ইমেল ভেরিফাই করে থাকেন, তাহলে help@ketab-e.net -এ ইমেলে লিখুন “আমি আগ্রহী”। ২৪ ঘন্টার মধ্যে আপনার একমাসের লাইব্রেরি সদস্যপদ অ্যাকটিভেট করে দেওয়া হবে।
২) যদি আপনি এর আগে কখনও লগইন না করে থাকেন তাহলে কেতাব-ই অ্যাপ ইনস্টল করে সেখানে লগইন করুন এবং ইমেলটি ভেরিভাই করুন। এক্ষেত্রেও ২৪ ঘন্টার মধ্যে আপনার একমাসের লাইব্রেরি সদস্যপদ অ্যাকটিভেট করে দেওয়া হবে।
অ্যাপ ইনস্টলেশনের লিংক:
অ্যান্ড্রয়েড:
https://play.google.com/store/apps/details?id=com.technophilix.ketabe&pli=1
iOS:
https://apps.apple.com/se/app/ketab-e/id1614775724?l=en-GB
আপনার উৎসবের দিনগুলি আনন্দময় হোক।