Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কর্মসংস্থান ও বিনিয়োগে উপর জোর। তিন জেলায় ৬০০০ কোটি টাকার লক্ষ্যমাত্রা

কোলাঘাট ,কাজল মাইতি, দেশ মানুষ: কর্মসংস্থান ও বিনিয়োগে উপর জোর। তিন জেলায় ৬০০০ কোটি টাকার লক্ষ্যমাত্রা।​ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসারে ‘সিনার্জি’ বৈঠক কোলাঘাটে, উপস্থিত মন্ত্রী মানস ভূঁইয়া ও চন্দ্রনাথ সিনহা রাজ্যের ক্ষুদ্র, ছো…


কোলাঘাট ,কাজল মাইতি, দেশ মানুষ: কর্মসংস্থান ও বিনিয়োগে উপর জোর। তিন জেলায় ৬০০০ কোটি টাকার লক্ষ্যমাত্রা।

​ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসারে ‘সিনার্জি’ বৈঠক কোলাঘাটে, উপস্থিত মন্ত্রী মানস ভূঁইয়া ও চন্দ্রনাথ সিনহা

 রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের উন্নয়ন এবং তার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ গুরুত্ব দিয়েছে রাজ্য সরকার। এই লক্ষ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় চলছে 'সিনার্জি' বা সমন্বয় সভা। এই সমন্বয় সভার মাধ্যমে সরকারি দফতর এবং উদ্যোগপতিদের মধ্যে সরাসরি সংযোগ তৈরি করা হচ্ছে, যাতে আগামী দুই থেকে তিন বছরের মধ্যে শিল্পক্ষেত্রে আরও প্রসার ও উন্নয়ন ঘটে।

​এই গুরুত্বপূর্ণ পদক্ষেপের অংশ হিসেবে সোমবার  পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে বলাকা মঞ্চে আয়োজিত হলো এক বিশেষ 'সিনার্জি' সভা। এই সভায় পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম—এই তিন জেলার ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।


​এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের সেচ ও জলপথ দপ্তরের মন্ত্রী মানস ভূঁইয়া এবং রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প এবং বস্ত্র দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। এছাড়াও, এই তিন জেলার প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকেরা উপস্থিত ছিলেন।

​সভা শেষে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা সংবাদমাধ্যমকে জানান, রাজ্যের এই তিন জেলার সার্বিক শিল্পচিত্র নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। তাঁর আশা, এদিনের এই কর্মসূচি এবং সংশ্লিষ্ট উদ্যোগপতিদের সঙ্গে আলোচনার ফলস্বরূপ আগামী তিন বছরের মধ্যে এই তিন জেলা থেকে প্রায় ৬,০০০ কোটি টাকা ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিনিয়োগ করা সম্ভব হবে। এই বিপুল বিনিয়োগ রাজ্যের শিল্প অর্থনীতিকে আরও মজবুত করবে এবং বৃহত্তর কর্মসংস্থান তৈরি করবে বলে তিনি জানান।

​রাজ্য সরকারের এই উদ্যোগ একদিকে যেমন স্থানীয় উদ্যোগপতিদের উৎসাহিত করবে, তেমনই অন্যদিকে জেলার অর্থনীতিতে নতুন গতির সঞ্চার করবে। আগামী দিনে রাজ্যের অন্যান্য জেলাতেও এই ধরনের সমন্বয় সভা আয়োজিত হবে বলে জানা গেছে।