Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দেবী পক্ষের সূচনার প্রাক্কালে মেদিনীপুর সদর ব্লকের কোতোয়ালি থানার অন্তর্গত দক্ষিণ বেঙাই গ্রামের উদ্যোগী সংঘে, ইমার্জেন্সী ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে বস্ত্র বিতরণ

দেবী পক্ষের সূচনার প্রাক্কালে মেদিনীপুর সদর ব্লকের কোতোয়ালি থানার অন্তর্গত দক্ষিণ বেঙাই গ্রামের উদ্যোগী সংঘে, ইমার্জেন্সী ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে ৬/২ ও ৬/১অঞ্চলের শ্রীরামপুর, বেঙ্গাই, কেশবপুর, নারায়ানচক,
গ্রামের, পিছিয়ে পড়া…

 


দেবী পক্ষের সূচনার প্রাক্কালে মেদিনীপুর সদর ব্লকের কোতোয়ালি থানার অন্তর্গত দক্ষিণ বেঙাই গ্রামের উদ্যোগী সংঘে, ইমার্জেন্সী ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে ৬/২ ও ৬/১অঞ্চলের শ্রীরামপুর, বেঙ্গাই, কেশবপুর, নারায়ানচক,

গ্রামের, পিছিয়ে পড়া ও ভাঁটা শ্রমিকদের শিশু বৃদ্ধ নারী পুরুষ নির্বিশেষে 60 জন মানুষের মধ্যে পুজোর উপহার একমুঠো খুশি হিসেবে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়, উপস্থিত ছিলেন মাননীয় গোপাল সাহা মহাশয়,

ফাউন্ডেশনের সভাপতি রাহুল কোলে সহ ফাউন্ডেশনের অন্যান সদস্যরা, উদ্যোগী সংঘের সদস্য প্রদীপ প্রামাণিক প্রমুখ, নতুন বস্ত্র উপহার পেয়ে এলাকার ওই পরিবার গুলোর মধ্যে এখনই পুজোর ছোঁয়া লেগেছে।