Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পরিচ্ছন্নতায় সেবা' মোদিজীর স্বপ্নের ভারত গড়ার লক্ষ্যে এবার এগিয়ে এল শহীদ মাতঙ্গিনী ব্লক

'
বাবলু বন্দ্যোপাধ্যায়।     তমলুকযশশ্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদিজীর আহ্বানে ভারতবর্ষের প্রতিটি গ্রামে স্কুলে, কলেজে বিশ্ববিদ্যালয় , হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে ,হাট বাজার মন্দির মসজিদ প্রভৃতি স্থানে' পরিচ্…

 '


বাবলু বন্দ্যোপাধ্যায়।     তমলুক

যশশ্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদিজীর আহ্বানে ভারতবর্ষের প্রতিটি গ্রামে স্কুলে, কলেজে বিশ্ববিদ্যালয় , হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে ,হাট বাজার মন্দির মসজিদ প্রভৃতি স্থানে' পরিচ্ছন্নতাই সেবা' এই মন্ত্রে উজ্জীবিত হয়ে পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের ভারতীয় জনতা পার্টির কর্মী ও প্রশাসনিক কর্মকর্তাদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেল। ব্লকের জানুবসান গ্রামীণ হাসপাতাল সহ খারুই ২ অঞ্চলের বলরামপুর, শান্তিপুর ১ অঞ্চলের মেচেদা ফাইভ পয়েন্ট সহ বিভিন্ন স্থানে ময়লা আবর্জনা পরিষ্কার করে স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের চিন্তা ভাবনা কে বাস্তব রূপ দানে প্রশাসনিক ও সাংগঠনিক কার্যকর্তাদের বিশেষ ভূমিকা নিজে দেখা যায়। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য বামদেব গুছাইত, জয়শ্রী সাউ গুছাইত, চিরঞ্জিত পাড়ুই, গণেশ ভঞ্জ সহ বিজেপির কর্মকর্তারা।