*পূর্ব মেদিনীপুর**তমলুক*
*শঙ্খ ধ্বনি ও মোমবাতি জ্বালিয়ে মহালয়ায় দেবীপক্ষকে স্বাগত জানালো তমলুকের বিজেপির মহিলা মোর্চার সদস্যরা।*
শনিবার মহালয়ার ভোরে পিতৃতর্পণ করতে তমলুক শহরের রূপনারায়ণ নদীর পাড়ে একদিকে যেমন ভিড় জমিয়ে ছিল …
*পূর্ব মেদিনীপুর*
*তমলুক*
*শঙ্খ ধ্বনি ও মোমবাতি জ্বালিয়ে মহালয়ায় দেবীপক্ষকে স্বাগত জানালো তমলুকের বিজেপির মহিলা মোর্চার সদস্যরা।*
শনিবার মহালয়ার ভোরে পিতৃতর্পণ করতে তমলুক শহরের রূপনারায়ণ নদীর পাড়ে একদিকে যেমন ভিড় জমিয়ে ছিল সাধারণ মানুষ সেই সময় পিতৃপক্ষের অবসান ও দেবিপক্ষে সূচনাকে স্বাগত জানাতে হাজির হয় তমলুক শহরের মহিলা মোর্চার সদস্যরা। তমলুক শহরের রূপনারায়ণ নদীর পাড়ে ফুল দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে মোমবাতি জ্বালিয়ে শঙ্খ ধ্বনির মাধ্যমে দেবিপক্ষের সূচনা কে স্বাগত জানালো। বিজেপির রাজ্য নেতৃত্বে নির্দেশে প্রতিটি জেলায় বিজেপির মহিলা মোর্চারা এভাবেই দেবীপক্ষের সূচনা কে স্বাগত জানিয়েছে।