Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অসুস্থ ইয়াসিন পাঠানের পাশে দাঁড়লো মেদিনীপুর সমন্বয সংস্থা.

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর..... সাধ্যমতো অসুস্থ ইয়াসিন পাঠানের  পাশে দাঁড়াতে এগিয়ে এলো মেদিনীপুর সমন্বয় সংস্থা। সমন্বয় সংস্থার মেদিনীপুর শহর আঞ্চলিক ইউনিটের উদ্যোগে 'পাথরা পুরাতত্ত্ব সংরক্ষণ কমিটি'র প্রতিষ্ঠাতা সম্প…

 


নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর..... সাধ্যমতো অসুস্থ ইয়াসিন পাঠানের  পাশে দাঁড়াতে এগিয়ে এলো মেদিনীপুর সমন্বয় সংস্থা। সমন্বয় সংস্থার মেদিনীপুর শহর আঞ্চলিক ইউনিটের উদ্যোগে 'পাথরা পুরাতত্ত্ব সংরক্ষণ কমিটি'র প্রতিষ্ঠাতা সম্পাদক মহম্মদ ইয়াসিন পাঠানকে তাঁর চিকিৎসার জন্য আর্থিক সাহায্য প্রদান করা হলো।তাঁর হাতে এই সাহায্য তুলে দেন মেদিনীপুর টাউন আঞ্চলিক ইউনিট ও কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য প্রাক্তন অধ্যাপক মন্টুরাম জানা। মহম্মদ ইয়াসিন পাঠান তাঁর লেখা দুটি বই সমন্বয় সংস্থার "মাতঙ্গিনী গ্ৰন্থাগার"-এর জন্য মন্টুরাম  জানা ও আঞ্চলিক ইউনিটের সভাপতি মানিক চন্দ্র ঘাঁটার হাতে  তুলে দেন। এদিনের কর্মসূচিতে উপরোক্ত ব্যক্তিবর্গ ছাড়াও উপস্থিত ছিলেন অরূপ দাস, অমিতাভ দাস,সোনালী ঘাঁটা প্রমুখ।মহম্মদ ইয়াসিন পাঠানের চিকিৎসার উদ্দেশ্যে মেদিনীপুর সমন্বয় সংস্থার মেদিনীপুর শহর আঞ্চলিক শাখার পাশাপাশি কেন্দ্রীয় কমিটিও আর্থিক সহায়তা প্রদান করেছে। উল্লেখ্য মন্দিরময় পাথারা'র মন্দিরগুলির সংরক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান ও সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বেশ কয়েকবছর আগে রাষ্ট্রপতির কাছ থেকে 'কবীর' পুরস্কারে ভূষিত হয়েছেন। বেশ কয়েকবছর ধরে নানা  জটিল শারীরিক সমস্যার ভুগছেন চুয়াডাঙ্গা হাইস্কুলের প্রাক্তন শিক্ষাকর্মী 'সম্প্রীতি'র যোদ্ধা ইয়াসিন। সমন্বয় সংস্থার পক্ষ থেকে ইয়াসিনের পাশে দাঁড়ানোর জন্য শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গের কাছে আহ্বান জানানো হয়েছে।