Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আলো ট্রাস্টের উদ্যোগে 'টাইগার যোদ্ধা ' সম্মান প্রদান

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ চব্বিশ পরগনা.... স্বেচ্ছাসেবী সংগঠন আলো ট্রাস্টের পক্ষ থেকে সুন্দরবন ঝড়খালিতে ১৬  জন 'টাইগার যোদ্ধা'কে সংবর্ধনা, পুরস্কার, নতুন বস্ত্র, এবং ছাতা উপহার হিসাবে তুলে দেওয়া হয়।এই কর্মসূচি রূপায়ণে সহ…



নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ চব্বিশ পরগনা.... স্বেচ্ছাসেবী সংগঠন আলো ট্রাস্টের পক্ষ থেকে সুন্দরবন ঝড়খালিতে ১৬  জন 'টাইগার যোদ্ধা'কে সংবর্ধনা, পুরস্কার, নতুন বস্ত্র, এবং ছাতা উপহার হিসাবে তুলে দেওয়া হয়।এই কর্মসূচি রূপায়ণে সহযোগিতায়র হাত বাড়িয়ে দেয় এসআরএমবি সিএসআর ইউনিট।


এদিনের কর্মসূচিতে  উপস্থিত ছিলেন ঝড়খালি পঞ্চায়েত প্রধান স্বপ্না সানা, পঞ্চায়েত সদস্য  জয়দেব মণ্ডল,বিশিষ্ট সমাজসেবী সুশান্ত সান,

সভাপতি সতীশ মণ্ডল, সিএসআর  হেড  রঘুমণি চ‍ট্টোপাধ‍্যায়,, ইউটিউবার সুমন ভাই সহ পুরো টীম, আলো ট্রাস্টের চেয়ারম্যান কমল কৃষ্ণ কুইলা, ভাইস চেয়ারম্যান প্রিয়াঙ্কা কুইলা প্রমুখ। এদিনের অনুষ্ঠানে আগামীদিনে আরও বহুমুখী সমাজসেবা মূলক কর্মসূচি গ্রহণের অঙ্গীকার করেছেন আলো ট্রাস্টের চেয়ারম্যান কমল কৃষ্ণ কুইলা। পাশাপাশি এই কর্মসূচি রূপায়ণে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।