Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ময়নার ঐতিহ্যবাহী রাস মেলা নিয়ে এবারে তথ্যচিত্র, দেশে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ময়নাগড়ের ইতিহাস সমৃদ্ধি পাবে দাবি

বাবলু বন্দ্যোপাধ্যায়।     তমলুকপূর্ব মেদিনীপুর জেলার ময়নার ময়নাগড়ের ইতিহাস প্রায় এক হাজার বছরের পুরাতন। ধর্মমঙ্গল কাব্য খ্যাত ময়নাগড়ের রাজা ছিলেন লাউ সেন। অবিভক্ত মেদিনীপুরের অন্যতম প্রাচীন  ময়নাগড় রাজ পরিবারের বাসস্থান।…

 


বাবলু বন্দ্যোপাধ্যায়।     তমলুক

পূর্ব মেদিনীপুর জেলার ময়নার ময়নাগড়ের ইতিহাস প্রায় এক হাজার বছরের পুরাতন। ধর্মমঙ্গল কাব্য খ্যাত ময়নাগড়ের রাজা ছিলেন লাউ সেন। অবিভক্ত মেদিনীপুরের অন্যতম প্রাচীন  ময়নাগড় রাজ পরিবারের বাসস্থান। অতীত ঐতিহ্যকে ধরে রেখে ময়নার রাস মেলা আন্তর্জাতিক ক্ষেত্রে বিশেষ ভাবে পরিলক্ষিত হতে যাছে। ঐতিহ্যবাহী ময়নাগড়কে নিয়ে  তথ্যচিত্র সামনে আনছে রাজ পরিবার। রাজ পরিবারের সদস্য সিদ্ধার্থ বাহুবলীন্দ্র জানান ময়নাগড়কে আগামী দিনে আরো প্রচারের আলোয় তুলতেই এই প্রয়াস‌। তিনি জানান ময়নাগড়ের ইতিহাস এবার আন্তর্জাতিক ক্ষেত্রে এবার বিশেষ ভূমিকা গ্রহণ করবে বলে দাবি করেছেন তিনি। রাজ পরিবারের কুল দেবতা শ্যামসুন্দর জিউর উৎসব কে কেন্দ্র করে মেলা বসে। একাদশী তিথি থেকে শ্যামসুন্দর জিউকে বর্ণাঢ্য নৌরাস যাত্রা করে রাস মঞ্চে নিয়ে আসা হয়। সিদ্ধার্থ বাবু জানান ঐতিহ্যবাহী ময়নার রাসমেলা শুরু হচ্ছে আগামী ২৭শে নভেম্বর। আগের দিন ময়নাগড়ের ইতিহাস নিয়ে তথ্যচিত্র তুলে ধরা হচ্ছে। ১৫ দিন ধরে চলবে এই মেলা। মেলায় গ্রামীণ কুটির শিল্পকে বেশি করে প্রাধান্য দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শ্যামসুন্দর জিউ মন্দির থেকে রাসমঞ্চে এসেছে। ময়নাগড়ের চত্বরে হিন্দু মুসলিম বৌদ্ধ সহ বিভিন্ন ধর্মের উপাসনাস্থল রয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার ক্ষেত্রে এই মেলা বহু বছর ধরে গুরুত্ব বহন করে আসছে। এক হাজার বছর পূর্তি উপলক্ষে লাউ সেন, বুদ্ধদেব, চৈতন্যদেবের মূর্তি স্থাপন করা হয়েছে। শুক্রবার ভোরের আলো ফুটছে না ফুটতে শ্যামসুন্দর জিউ রাজ পরিবারের চারদিকে সুদৃশ্য পরিখায় পরিক্রমা করে। অসংখ্য মানুষের শঙ্খ ধ্বনি ও উলু ধ্বনিতে মুখরিত হয়।  অতীত পরম্পরাকে এখনো রক্ষা করে যাচ্ছে মেলা শুরুর আয়োজনের আগেই তা লক্ষ্য করা যাচ্ছে। ময়না দেউলী আদর্শ বিদ্যাপীঠের অবসরপ্রাপ্ত শিক্ষক সুকুমার মাইতি জানান এই মেলায় কেবল পূর্ব মেদিনীপুরের মানুষ নয় ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মানুষজন এসে ময়নার ময়নাগড়ের ভৌগলিক অবস্থানের  চিত্রপট কে অনুধাবন করে মেলা কে সামনে রেখে। এই মেলার বিশেষ আকর্ষণ' কদমা' নামক এক মিষ্টি যা বাঙালিদের কাছে ইতিমধ্যে জনপ্রিয়তা লাভ করেছে।