নিজস্ব সংবাদদাতা, খড়্গপুর......প্যালেষ্টাইনে নিরীহ মানুষের ওপর মার্কিন মদতে ইজরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে , মোদী সরকারের জোট নিরপেক্ষ নীতি জলাঞ্জলি দেওয়ার প্রতিবাদে এবং যুদ্ধের বিরুদ্ধে শান্তির স্বপক্ষে খড়্গপুর শহরের প্রেমবাজা…
নিজস্ব সংবাদদাতা, খড়্গপুর......প্যালেষ্টাইনে নিরীহ মানুষের ওপর মার্কিন মদতে ইজরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে , মোদী সরকারের জোট নিরপেক্ষ নীতি জলাঞ্জলি দেওয়ার প্রতিবাদে এবং যুদ্ধের বিরুদ্ধে শান্তির স্বপক্ষে খড়্গপুর শহরের প্রেমবাজার এলাকায় সিপিআইএম এর খড়্গপুর শহর শহর দক্ষিন এরিয়া কমিটির উদ্যোগে মিছিল সংগঠিত হলো। বৃহস্পতিবার সন্ধ্যায় আয়োজিত এই মিছিলে দলীয় কর্মী সমর্থকরা এবং বামপন্থী গণসংগঠন সমূহের কর্মীরা অংশ নেন। কর্মসূচিতে উপস্থিত থেকে নেতৃত্ব দেন সিপিআইএম নেতা অমিতাভ দাস, স্মৃতিকণা দেবনাথ, সবুজ ঘোড়াই সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন দলের জেলা কমিটির সদস্য সবুজ ঘোড়াই।