Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ছট পূজা 🙏 কলমে, মিঠু ভট্টাচাৰ্য

🙏ছট পূজা 🙏কলমে, মিঠু ভট্টাচাৰ্যকাঁচ কি বাঁশ লে বহগিয়া,বহঙ্গি লচকত যায়ে,কোই না বলম জি লহরিয়াবহঙ্গি ঘাটে পঁহুচায়ে।🙏🙏🙏🙏🙏🙏ভোজপুরি মৈথিলীতে মিষ্টি ছটের সুর,উগতি সুরজ ঢলতি সুরজ আরাধনা ভরপুর। 🙏কাশ্যপ মুনির স্ত্রী মৃত সন্তান প্…


 🙏ছট পূজা 🙏

কলমে, মিঠু ভট্টাচাৰ্য

কাঁচ কি বাঁশ লে বহগিয়া,

বহঙ্গি লচকত যায়ে,

কোই না বলম জি লহরিয়া

বহঙ্গি ঘাটে পঁহুচায়ে।

🙏🙏🙏🙏🙏🙏

ভোজপুরি মৈথিলীতে মিষ্টি ছটের সুর,

উগতি সুরজ ঢলতি সুরজ আরাধনা ভরপুর। 🙏

কাশ্যপ মুনির স্ত্রী মৃত সন্তান প্রসবে,

জীবন দান করতে ষষ্ঠী মাতা আসেন এই ভবে। 🌹

সূর্য পত্নী উষা, সূর্য ষষ্ঠী মাতার  আরাধনা,

তিনদিন নির্জলা কঠিন ব্রত করে বিহারি ললনা।🌹

সূর্য প্রানশক্তি জীবন দান উর্জার উৎস স্থল,

কার্তিক মাসের ষষ্ঠী তিথি পূজার ফলাফল।

ষষ্ঠী ছটি মাতা আসেন দিতে আশীর্বাদ,

সূর্য আরাধনার কথা ব্রহ্ম বৈবর্ত পুরানে সমবাদ। 🙏

ছটের ডালায় কলা নারকেন হলুদ আমের পাতা,

ঠেকুয়া আনাজ খাস্তা টিকরি খাদ্য যথা তথা।

ধুপ ধুনা মেটে সিঁদুর গঙ্গা জলের ঘটি,

আখ কলাগাছ নিয়ে ঘাটের ধারে জুটি। ❤️

গহদাবালা রাজবংশী সূচনা করেন ছট পূজা,

বারাণসী র ঘাটে জমে শহরের সব প্রজা।

বিহার ঝাড়খন্ড পূর্ব উত্তরপ্রদেশ ছড়িয়ে পড়ে এই ব্রত,

নেপাল মা সীতার পদধূলি যেথায় সেখানেও পূজা রত। 🙏

প্রথম দিনের সূর্যাস্ত, তৃতীয় দিনের সূর্যোদয়,

ঘাটে নর নারী ডালা হাতে জমা হয়। 🙏

ঘর পরিবার সুখ সমৃদ্ধি স্বাস্থ্য সম্পত্তি ধন,

ছট পূজার আরাধনায় কঠিন ব্রত উদযাপন। 🙏

 ব্রতধারী প্রণম্য বংশ পরম্পরায় পূজা চলে,

ব্রত শেষে সঙ্গী সাথী প্রণাম করে তাঁর পদতলে। 🙏

সাঁঝ ঢলে সুরজ bihane😘চলো ছটি মাইকে ঘর,

এই পূজার মহিমা সদা আছে নিরন্তর।

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏