Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মেদিনীপুরে শ্রমিক-কর্মচারী-শিক্ষক-শিক্ষাকর্মীদের যৌথ মঞ্চের ৬ ঘন্টা ব্য্যপী অবস্থান বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক,মেদিনীপুর.... বামপন্থী শ্রমিক-কর্মচারী-শিক্ষক-শিক্ষাকর্মীদের যৌথ মঞ্চের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির আহ্বনে দ্রুত বকেয়া মহার্ঘভাতা ও মর্হাঘ্য রিলিফ প্রদান,স্বচ্ছতার সাথে দ্রুত সমস্ত শূণ্যপদে নিয়োগ,সমস্ত ক্ষেত্…



 নিজস্ব প্রতিবেদক,মেদিনীপুর.... বামপন্থী শ্রমিক-কর্মচারী-শিক্ষক-শিক্ষাকর্মীদের যৌথ মঞ্চের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির আহ্বনে দ্রুত বকেয়া মহার্ঘভাতা ও মর্হাঘ্য রিলিফ প্রদান,স্বচ্ছতার সাথে দ্রুত সমস্ত শূণ্যপদে নিয়োগ,সমস্ত ক্ষেত্রের অনিয়মিত ও চুক্তিভিত্তিক কর্মীদের নিয়মিতকরণ ও বেতন বৃদ্ধি,জাতীয় ২০২০ শিক্ষানীতি -২০২০বাতিল

 প্রি-পেইড স্মার্ট মিটার প্রত্যাহার,প্রবীণ নাগরিকদের ভারতীয় রেলে ভাড়ার ছাড় অতিসত্ত্বর লাগু করা,নয়া পেনশন স্কীম বাতিল করে পুরানো পেনশন প্রথা বজায় রাখা, বিভাজনের রাজনীতি বন্ধ করে রাজ্যে গনতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা সহ আরও বিভিন্ন দাবি বুধবার বেলা ২ টা থেকে রাত্রি ৮ টা পর্যন্ত দীর্ঘ ৬ ঘন্টা ব্যাপী অবস্থান বিক্ষোভ অনুষ্ঠিত হলো মেদিনীপুর শহরের কর্মচারী ভবন প্রাঙ্গণে। কর্মসূচির শুরুতে সঙ্গীত পরিবেশন করেন নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সাংস্কৃতিক শাখা "বর্ণপরিচয়" এর শিল্পীরা। সমাবেশে উপস্থিত ছিলেন গঙ্গাধর বর্মণ, অশোক ঘোষ, বিপদতারণ ঘোষ, প্রীতিকণা গোস্বামী, দুলাল দত্ত, দেবাশীষ চ্যাটার্জী,সুকুমার ঘোষ, ধ্রুবশেখর মন্ডল, শিবশঙ্কর অধিকারী, দিগন্ত ভূঁইয়া, শান্তনু হালদার,বাবলু বিশ্বাস, জগন্নাথ খান ,চন্ডী ভট্টাচার্য, মৃত্যুঞ্জয় মুখার্জি,প্রভাস ভট্টাচার্যসহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশে বিভিন্ন বক্তা উপরোক্ত দাবি গুলোতে সরব হয়ে ঝাঁঝালো বক্তব্য রাখেন। এদিনের সমাবেশে বিভিন্ন সময় মিলিয়ে যৌথ মঞ্চের সহস্রাধিক কর্মী সমর্থক যোগদান করেন। উপস্থিত ছিলেন ১২ ই জুলাই কমিটি,কো-অর্ডিনেশন কমিটি, নিখিল বঙ্গ শিক্ষক সমিতি, নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি, পঞ্চায়েত যৌথ সমিতি,বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় শিক্ষাকর্মী, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা কর্মী সমিতি,ব্যাংক এমপ্লয়ীজ ফেডারেশন সহ অন্যান্য সহযোগী সংগঠন গুলোর প্রতিনিধিরা।