বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুকএবারের পঞ্চায়েত নির্বাচনে পূর্ব মেদিনীপুর জেলার ময়নার গোজিনা গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষ ভারতীয় জনতা পার্টিকে পঞ্চায়েতের ক্ষমতায় এনেছে। ময়না ব্লক জুড়ে তৃণমূল যেভ…
বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুক
এবারের পঞ্চায়েত নির্বাচনে পূর্ব মেদিনীপুর জেলার ময়নার গোজিনা গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষ ভারতীয় জনতা পার্টিকে পঞ্চায়েতের ক্ষমতায় এনেছে। ময়না ব্লক জুড়ে তৃণমূল যেভাবে ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতিতে করছে তার বিরুদ্ধে ভারতের জনতা পার্টির উদ্যোগে টোটো মিছিলের দাপট লক্ষ্য করা গেল বুধবার সকালে। আবাস যোজনা থেকে শুরু করে ১০০ দিনের কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে ময়না ব্লক জুড়ে। শতাধিক টোটো এই মিছিলে অংশ নিয়েছিল বলে জানা যায়। গোজিনা গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটি স্থানে এই মিছিল পরিক্রমা করে। মিছিলে নেতৃত্ব দেন তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক চন্দন মন্ডল, গোজিনা গ্রাম পঞ্চায়েতের প্রধান খুকু রানী মন্ডল, উপপ্রধান সৌমেন কর সহ ব্লক ও জেলা স্তরের নেতৃত্বরা। মিছিল থেকে আগামী ১৫ই ডিসেম্বর হলদিয়ার হেলিপ্যাড ময়দানে ভারতীয় জনতা পার্টির বিশাল সমাবেশে যোগদান করার ও আহ্বান জানানো হয়।