বাবলু বন্দোপাধ্যায়। কোলাঘাটমাইকেল মধুসূদন দত্তের জন্মের দ্বিশতবর্ষ, ও সুকুমার রায়ের 'আবোল তাবোল' কে সামনে রেখে রবিবার পূর্ব মেদিনীপুর জেলার মেচেদা উদয়ন ক্লাবের ৩২ তম বার্ষিক অনুষ্ঠানে স্মরণ করা হল দুই কবিকে। দুই কবি…
বাবলু বন্দোপাধ্যায়। কোলাঘাট
মাইকেল মধুসূদন দত্তের জন্মের দ্বিশতবর্ষ, ও সুকুমার রায়ের 'আবোল তাবোল' কে সামনে রেখে রবিবার পূর্ব মেদিনীপুর জেলার মেচেদা উদয়ন ক্লাবের ৩২ তম বার্ষিক অনুষ্ঠানে স্মরণ করা হল দুই কবিকে। দুই কবির ভাবনাচিন্তা নিয়ে সামাজিক প্রেক্ষাপটের উপর বিষয় ভিত্তিক আলোচনা করেন শিক্ষাব্রতি সুকুমার মাইতি, অনিল সামন্ত, প্রদীপ সিনহা, শিল্প বান্ধব সুকেশ মন্ডল, ক্লাব সভাপতি নির্মল মাইতি, যুগ্ম সম্পাদক ধীরেন জানা ও শীতল কুমার ভৌমিক সহ এলাকার বিশিষ্টজনেরা। সঞ্চালকের দায়িত্বে ছিলেন স্বাতী ভৌমিক। ২০ শে ডিসেম্বর থেকে চলতে থাকা শেষ দিন অর্থাৎ রবিবার পর্যন্ত নানা সময়ে গুণীজনদের উপস্থিতি এলাকার গুরুত্বকে বাড়িয়ে তুলে। অনুষ্ঠান মঞ্চে রাজ্যের মৎস্য মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী উপস্থিত থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের নানা দিক তুলে ধরে ক্লাবের শ্রীবৃদ্ধি কামনা করেন।