সৃষ্টি সাহিত্য যাপনশিরোনাম -- এইতো হেসেছি আমি কলমে -- জয়ন্ত হালদার তারিখ--১২/১২/২৩
এইতো হেসেছি আমি তুমিও হাসতে থাকো, হাসিটুকু হারালে যে বিদ্রুপে ঝুঁকে পড়ে সাঁকো! উচ্ছল জল ছুঁয়ে ছুঁয়ে …
সৃষ্টি সাহিত্য যাপন
শিরোনাম -- এইতো হেসেছি আমি
কলমে -- জয়ন্ত হালদার
তারিখ--১২/১২/২৩
এইতো হেসেছি আমি
তুমিও হাসতে থাকো,
হাসিটুকু হারালে যে
বিদ্রুপে ঝুঁকে পড়ে সাঁকো!
উচ্ছল জল ছুঁয়ে ছুঁয়ে
কুয়াশা জড়ানো ভোর---
প্লাবিত পল্লীর মায়া
ভাষাবে আনন্দ নগর !
এইতো হেসেছি আমি
এইতো গেয়েছি গান,
অন্ধকার খুঁড়ে খুঁড়ে
পেয়েছি আলোর সন্ধান !
বিষাদের বুক থেকে
খুঁজি উল্লাস আকুতি---
ভরা ভাদরে ভুলেছি
জল থৈ থৈ দুঃখানুভূতি !
এইতো হেসেছি আমি
মৃত শঙ্খের মায়া ভুলে,
এইতো বেয়েছি নাও
যন্ত্রণার উপকূলে !
স্বপ্নের সওদা করি
এইতো তাসের দেশে---
মিথ্যের মায়া মঞ্জির
ছিন্ন করেছি অক্লেশে !
এইতো হেসেছি আমি
একবার দেখো চেয়ে,
স্মৃতির সে বনফুল
উজানের পথ পেয়ে
ভেসে গেছে বহুদূর
নোনা জল গায় মেখে---
এইতো হেসেছি আমি
তোমার চোখে চোখ রেখে !!