Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনশিরোনাম:অপার১৩_১২_২৩ আগন্তুক নবীন
জানি না বিধাতা ভুলেছ কি তারে, সময়ের ফেরে রেখেছ সমরে! কোন অপরাধ ছিল যে তাহার, পারাপার বন্ধ কোন ভুলে তে অপার! কে চাহে অন্তে,সুখ ছেড়ে জগতে, আছে কে এমন হাড়হাভাতে! 
কোন সে প্রাণ যেতে…

 


সৃষ্টি সাহিত্য যাপন

শিরোনাম:অপার

১৩_১২_২৩ আগন্তুক নবীন


জানি না বিধাতা ভুলেছ কি তারে, 

সময়ের ফেরে রেখেছ সমরে! 

কোন অপরাধ ছিল যে তাহার, 

পারাপার বন্ধ কোন ভুলে তে অপার! 

কে চাহে অন্তে,সুখ ছেড়ে জগতে, 

আছে কে এমন হাড়হাভাতে! 


কোন সে প্রাণ যেতে চাহেনা, 

নিয়ে যাও তারে!রেখে যার সয় না! 

গণিতের সূত্র এ কেমন ভাঙাগড়া, 

জাত গোত্র কাহার আমরা! 

কোন ইতিহাসের গভীর, 

অমানবিক মানুষের চারিপাশ ভিড়! 


যোগ্যতা জাত ধর্মের প্রকাশিত শক্তি, 

মানুষের অমানুষিক যুক্তি! 

কালের ইতিহাসে বিকৃত! 


রত বদলে ধর্মের সমস্ত কেতাব পুঁথি, 

শুধু একবার প্রকাশিত হতে কি ক্ষতি! 

অজস্র প্রাণের সুমতি, 

রাখো এইবার প্রকাশে! 


সাক্ষ্য সাক্ষাতে যদি পরিত্রাণ আসে, 

হয়তো ভুল স্রোতে প্রবাহিত অজ্ঞতা! 

শাক ঢাকা দুর্বলতা! 

অথবা বিজ্ঞ চতুর! 

শঙ্কিত অনাগত ভবিষ্যত ব্যথাতুর!!