Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অনাথ ছাত্র-ছাত্রীদের সাহায্য মেচেদায়

বাবলু বন্দ্যোপাধ্যায়। মেচেদাপূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির অন্তর্গত বাঁশদা গ্রামের মহাত্মা গান্ধী মেমোরিয়াল অরফ্যান হোমের উদ্যোগে রবিবার মেচেদা বিদ্যাসাগর হলে অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া বৃদ্ধও অনা…



বাবলু বন্দ্যোপাধ্যায়। মেচেদা

পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির অন্তর্গত বাঁশদা গ্রামের মহাত্মা গান্ধী মেমোরিয়াল অরফ্যান হোমের উদ্যোগে রবিবার মেচেদা বিদ্যাসাগর হলে অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া বৃদ্ধও অনাথ ছাত্র-ছাত্রীদের শীতবস্ত , পাঠ্যপুস্তক, ব্যাগ সহ নানা শিক্ষা প্রকরণ বিতরণ করা হল। অনুষ্ঠানে পৌরহিত করেন বিশিষ্ট সাহিত্যিক ও প্রবন্ধক সুকুমার মাইতি। উপস্থিত ছিলেন সুধাংশু মন্ডল ,স্বপন ব্যানার্জি, প্রমথনাথ মন্ডল, অসিত মল্লিক সহ এলাকার গুণীজনরা। অনুষ্ঠানে গান নৃত্য আবৃত্তির মধ্য দিয়ে অনুষ্ঠানের গুরুত্ব কে বাড়িয়ে তোলা হয়।